TRENDING:

‘কেন গ্রেফতার নয় সুজন, রবিন, সেলিমদের?’, বামফ্রন্ট জমানার দিকে আঙুল তুলে মোদিকে কটাক্ষ মমতার,

Last Updated:

এবার আর শুধু নোট বন্দি নয়, বরং তৃণমূল বন্দিকে সঙ্গী করে নতুন লড়াইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এবার আর শুধু নোট বন্দি নয়, বরং তৃণমূল বন্দিকে সঙ্গী করে নতুন লড়াইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার সিবিআইয়ের হাতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের পরে মোদিকে রীতিমতো আক্রমণ করে বসলেন তিনি ৷ সঙ্গে নরেন্দ্র মোদি ও অমিত শাহ, বাবুল সুপ্রিয়কে গ্রেফতারের দাবি তোলেন মুখ্যমন্ত্রী ৷
advertisement

তবে শুধুই বিজেপি নেতাদের নয়, তুলে আনেন বাম সরকারের জমানার প্রসঙ্গও ৷ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের ঘটনাকে সঙ্গী করে, মোদিকে কটাক্ষ করে মমতা জানান, ‘১৯৮০ সাল থেকে চিটফান্ড চলছে বাংলায় ৷ কেন তা নিয়ে কোনও তদন্ত হয়নি? কারোর গায়ে হাত দেওয়া হয়নি ৷ আমরা নোট বাতিলের বিরুদ্ধে আন্দোলন করেছি ৷ তাই আমাদের হেনস্তা করা হচ্ছে ৷’

advertisement

পূর্বতন সরকারের দিকে আঙুল তুলে মমতা সোজাসাপটা জানান, ‘আমাদের নেতাদের শুধু গ্রেফতার কেন? আজ পর্যন্ত কোনও চিটফান্ডকে প্রোটেক্ট করিনি ৷ কেন গ্রেফতার নয় সুজন, রবিন, সেলিমদের? ৷ ডালুবাবু তো চিটফান্ডের পক্ষে লিখেছিলেন ৷ তাঁকে কেন গ্রেফতার নয়? বাবুল ও রূপাকে কেন গ্রেফতার নয়?’

সংসদীয় দলনেতার গ্রেফতারির পর ক্রুদ্ধ তৃণমূলনেত্রী বলেন, ‘মোদিবাবু ED,CBI দিয়ে ভয় দেখাচ্ছে ৷ ভারতের গণতন্ত্র ধ্বংসের চেষ্টা হচ্ছে ৷ জরুরি অবস্থার থেকেও খারাপ পরিস্থিতি চলছে দেশে ৷ রাজনৈতিক প্রতিহিংসা করে দমানো যাবে না ৷ সমালোচনা করলেই ভয় দেখানো হচ্ছে ৷ কাল থেকে লাগাতার দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত চলবে বিক্ষোভ-কর্মসূচি ৷ ১০ রাজ্যে বিক্ষোভ কর্মসূচি চলবে ৷ সবাইকে আবেদন জানাচ্ছি রাস্তায় নামুন ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শুধু তাই নয় বিজেপির বিরুদ্ধে আক্রমণের সুর আরও চড়িয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপির নেতারা নিজেরা বড় বড় চোর ৷ তারা এখন জ্ঞান দিচ্ছে ৷ আদানির কেলেঙ্কারিতে সব ছাড়, কারণ সেই কেলেঙ্কারিতে জড়িত সব বিজেপি নেতারা ৷ এদের জামানত বাজেয়াপ্ত হবে আগামী দিনে ৷ দিল্লিতে পার্ল কোম্পানির চিটফান্ডেও জড়িত বিজেপি ৷ জড়িত রয়েছে অকালি নেতারাও ৷ সেসব নিয়ে কোনও তদন্ত হচ্ছে না ৷ কোথায় গিয়ে কেউ একটা প্রোগ্রাম করেছে ৷ কোথায় একটা বিমানের টিকিট কেটে দিয়েছে ৷ তা দিয়ে কিছু প্রমাণ করা যায় না ৷’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
‘কেন গ্রেফতার নয় সুজন, রবিন, সেলিমদের?’, বামফ্রন্ট জমানার দিকে আঙুল তুলে মোদিকে কটাক্ষ মমতার,
Open in App
হোম
খবর
ফটো
লোকাল