এদিন মমতা তাঁর উদ্বোধনী ভাষণে বলেন, "এই গরমে মাথা গরম হলেও, মাথা গরম না করাই কাম্য। সবাই মাথা ঠাণ্ডা রাখবেন।" একইসঙ্গে যাঁরা এই রোদে জলে খেটে পুড়ে এমন অডিটোরিয়ামের মতো কাজে হাত লাগিয়েছেন এতদিন তাঁদের মতো গরিব শ্রমিকদের কথা ভেবেও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
মমতা বলেন, "আমি মুখ্যসচিবকে বলব, যাঁরা কাজ করছেন, যত গরীব মজদুর তাঁদের সংবর্ধনা যেন দেওয়া হয়। অনেক সময় শুনি যাঁরা কাজ করে তাদের পরে ঢুকতে দেওয়া হয় না।"
advertisement
বিরাট অডিটোরিয়ামের উদ্বোধন করতে এসে বৃহস্পতিবার বার বার স্মৃতিতে ভাসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কেন্দ্রের বঞ্চনা সত্বেও বাংলায় একের পর এক নয়া প্রকল্প ও পরিকল্পনার বাস্তব রূপায়ণে কার্যত আবেগাপ্লুত হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
April 13, 2023 8:42 PM IST