জাতীয় রাজনীতির চোখ ছিল আজ নবান্নে ৷ মিশন ২০১৯ সালের লোকসভা নির্বাচন ৷ বিজেপি এবং কংগ্রেস একে অপরের বিরুদ্ধে তোপ দাগছে ৷ কিন্তু এর মাঝেই মাথাচাড়া দিয়ে উঠছে বেশ কিছু শক্তিশালী আঞ্চলিক দল ৷ এর মধ্যেই রয়েছে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) ৷ বিজেপি এবং কংগ্রেসের বিরুদ্ধে শক্তিশালী জোট গঠনের ডাক দিচ্ছে তারা ৷ সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়-চন্দ্রশেখর রাও বৈঠকে তৈরি হল সেই ফেডেরাল ফ্রন্টেরই রূপরেখা। অভিন্ন ন্যূনতম কর্মসূচির ভিত্তিতেই গড়ে উঠবে ফ্রন্ট। স্পষ্ট হল দুই নেতার বার্তায়। দেশে পরিবর্তনের ডাক দিলেন টিআরএস প্রধান ৷
advertisement
বিজেপি ও কংগ্রেসের বিকল্প হিসাবে ফ্রন্ট গঠনের বার্তা দিলেন চন্দ্রশেখর রাও। টিআরএস প্রধান কেসিআরের কথায়, ‘বিজেপি এবং কংগ্রেসের দেশের জন্য কোনও অবদান নেই ৷ তাই এই দুই দলকে ছেড়েই ফেডারেল ফ্রন্ট গঠন করতে হবে ৷ ’ তবে, কংগ্রেস সহ সব দলকে নিয়েই ফ্রন্টের ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে যোগাযোগ ও সমন্বয় সহ একাধিক বিষয় চূড়ান্ত হয়েছে বৈঠকে।
কীভাবে তৈরি হবে ফেডেরাল ফ্রন্ট? কীসের ভিত্তিতে কাজ করবে এই ফ্রন্ট? এক্ষেত্রে অভিন্ন ন্যূনতম কর্মসূচির বার্তাই স্পষ্ট হয়েছে দুই শীর্ষনেতার বক্তব্যে। চলতি মাসের শেষে দিল্লিতে বিরোধী দলগুলির বৈঠকে এনিয়ে আলোচনা হতে পারে।
অবিজেপি - অকংগ্রেসি জোট হিসাবেই ফেডেরাল ফ্রন্ট গঠনে উদ্যোগী আঞ্চলিক দলগুলো। কংগ্রেস ফ্রন্টে এলেও নিজস্ব নীতির ভিত্তিতেই চলার পথ খোলা রাখতে চাইছেন ফ্রন্ট শরিকরা। কংগ্রেস বা বিজেপির বিকল্প মডেল হাজির করতে চান তাঁরা।