শনিবার সন্ধ্যায় কলকাতা বিমান বন্দর থেকে রওনা দেওয়ার পরে দুবাই হয়ে লন্ডন পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, হিথরো বিমান বন্দর স্থানীয় সময় শনিবার সকাল থেকে বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত থাকায় পিছিয়ে যায় বাংলার মুখ্যমন্ত্রীর সফর। অবশেষে ১২ ঘণ্টার দেরিতে লন্ডন পৌঁছন মুখ্যমন্ত্রী।
advertisement
বর্তমানে হিথরো বিমান বন্দরের পরিস্থিতি স্বাভাবিক। তবে বিমান বন্দরের বাইরে লন্ডনের চিরাচরিত ঠান্ডা আর স্যাঁতস্যাতে ছবি। আকাশ ছিল মেঘলা। বৃষ্টিও চলছিল বাইরে। তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার মধ্যরাতে দুবাই বিমানবন্দরে যখন তিনি পৌঁছন বিমানবন্দরের বিজনেস লাউঞ্জে একদল তরুণী নিজেদের মধ্যে নাচ গান করছিলেন। ইউরোপে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানের মেহেন্দির নাচের অনুশীলন করেছিলেন তাঁরা। তা দেখেই থমকে দাঁড়ান মমতা।
তরুণীদের আরও উৎসাহ দিয়ে তিনি নৃত্য পরিবেশনের অনুরোধ করেন। তাঁদের লজ্জা কাটাতে তিনি উৎসাহ দিয়ে বলেন, “আমিও তো কিছুদিন আগে ভাঙড়া নাচলাম।” ব্যাস এটুকু উৎসাহ দানেই দুই তরুণী মেহেন্দির প্রস্তুতি নাচ নেচে ভরিয়ে তুললেন দুবাইয়ের বিজনেস লাউঞ্জ। নাচ শেষ হতেই শুরু হল অনুগামীদের সেলফি তোলার হিড়িক।