সরকারের প্রতিশ্রুতি পূরণকে গুরুত্ব দিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “মোদি কি গ্যারান্টি মানে ১.৭ লক্ষ কোটি টাকার বকেয়া আটকে রাখা, যার মধ্যে আবাস যোজনার অধীনে ৮,০০০ কোটিরও বেশি টাকা রয়েছে—ফলে লক্ষ লক্ষ মানুষ বঞ্চিত। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বাংলা কেন্দ্রের দানের অপেক্ষা করে না। পশ্চিমবঙ্গ সরকারের ‘বাংলার বাড়ি’ প্রকল্পের মাধ্যমে ১২ লক্ষ পরিবারকে গৃহ নির্মাণের সুবিধা দেওয়া হয়েছে, যারা এখন তাদের দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন, মোট ব্যয় হয়েছে ১৪,৪০০ কোটি টাকা। এটাই দিদির গ্যারান্টি, যাতে আছে ১০০% ওয়ারেন্টি।”
advertisement
চলতি মাসেই রাজ্যে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। রাজ্যে আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ’র। তার আগে এই ইস্যুতে সুর চড়াতে চায় তৃণমূল কংগ্রেস। পাল্টা কটাক্ষ শানাতে প্রস্তুত বিজেপিও। তাদের তরফে ফের দুর্নীতি ইস্যুতে সুর চড়ানো হচ্ছে।
