মমতা সাফ জানালেন, “উত্তরসূরি কে হবে, দল ঠিক করবে৷ মানুষ আছেন, দলীয় কর্মীরা আছেন৷ মানুষ ছাড়া কিছুই সম্ভব নয়৷ বার্তা খুব পরিষ্কার তৃণমূল কংগ্রেস শৃঙ্খলাবদ্ধ দল৷ আমিত্ব কাজ করবে না৷ দল ঐক্যবদ্ধ ছিল, আছে, থাকবে৷ এখানে আমিত্ব কাজ করবে না৷”
advertisement
একইসঙ্গে দল প্রসঙ্গে একাধিকবার নিজের অবস্থান স্পষ্ট করে মমতা বলেন, “আমার কথাই শেষ কথা, একথা বলিনি৷ আমি আমিত্বে বিশ্বাস করি না৷ সব মানুষই আমার পরিবার৷ বুথের একজন কর্মীও আমার সম্পদ৷ দল সবার, আমার একার নয়৷”
একান্ত সাক্ষাৎকারে আরজি কর আন্দোলন থেকে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফল, ইন্ডিয়া জোট-সহ একাধিক বিষয়ে মুখ খোলেন মমতা। মন্তব্য করলেন তৃণমূলের এক সময়ের ভোট কুশলী প্রশান্ত কিশোর ও তাঁর দল প্রসঙ্গেও।
আরজি কর আন্দোলন প্রসঙ্গে এদিন মমতা বলেন, “যে কেউ আন্দোলন করতে পারে, কিন্তু প্রমাণিত হয়েছে এর মধ্যে রাজনীতি ছিল৷ সবাইকে বলছি না৷ কিন্তু প্রমাণিত হয়েছে এর পিছনে ষড়যন্ত্র ছিল৷ প্রথম প্রথম আমরা অনেকেই কিছু বুঝতে পারি না৷ দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। রাজনৈতিক দল আন্দোলন করতেই পারে৷ কিন্তু যেভাবে এই ঘটনা তুলে ধরা হয়েছিল।”