তৃণমূল সূত্রে খবর, রবিবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পর তিন দিনের সফর সেরে ফিরবেন তিনি। এরপরই আগামী ২৮ অক্টোবর গোয়া যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বেশ কিছু সামাজিক অনুষ্ঠানে যেমন তিনি যোগ দেবেন, সেইসঙ্গে বেশ কিছু বিশিষ্ট মানুষজনের সঙ্গেও তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে।
আগামী বছর ৪০ আসনের গোয়া বিধানসভায় ভোট (Goa Assembly Election 2022)। সেখানেই আসন দখল তো বটেই, জয়ের লক্ষ্যে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। আগে কথা ছিল, চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতেই গোয়া যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কিন্তু সেই কর্মসূচি একেবারে পাল্টে গিয়ে স্বয়ং তৃণমূল নেত্রীর গোয়া যাওয়ার খবর আসছে দলের অন্দর থেকে।
advertisement
ইতিমধ্যেই তৃণমূল সাংসদ ডেরেক'ও ব্রায়ান গোয়ায় ঘাঁটি গেড়ে রয়েছেন ৷ একাধিক ব্যক্তিত্বদের সাথে বৈঠক করেছেন তিনি। ২০১৭ সালের বিধানসভা ভোটে গোয়ায় কংগ্রেস জিতেছিল ১৭টি আসন। বিজেপি জিতেছিল মাত্র ১৩টি আসন। যদিও রাজনৈতিক পালাবদলের পরে, বিজেপি সরকার গঠন করে। আর বাংলা দখলের পর এবার গোটা দেশ জুড়ে বিজেপির একমাত্র প্রতিদ্বন্দ্বী মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরতে চাইছে তৃণমূল কংগ্রেস। সেই সূত্রে গোয়াকে টার্গেট করেছে তাঁরা।
আরও পড়ুন: চার-পাঁচদিন ধরে নাগাড়ে দাঁড়িয়ে আছে 'সে'! চরম আতঙ্ক রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে
এ রাজ্যের শাসক দল সূত্রে খবর, তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন গোয়ার একাধিক প্রাক্তন ফুটবলার, এক অভিনেত্রী সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। ইতিমধ্যেই রীতিমতো চমক দিয়ে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী, দীর্ঘ দিনের বিধায়ক লুইজিনহো ফালেরিও যোগ দিয়েছে তৃণমূলে। বস্তুত গোয়ায় তৃণমূলে যোগদানে এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।