TRENDING:

কেন্দ্রের বিরুদ্ধে নাগরিকত্ব আইনই হাতিয়ার মমতার, পথে নেমেই প্রতিবাদ তৃণমূলের

Last Updated:

২০২১-র ভোটে নাগরিকত্ব সংশোধনী আইনকে হাতিয়ার করতে চাইছে বিজেপি। সেই অস্ত্রেই বিজেপিকে রোখার কৌশল তৃণমূলনেত্রীর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজ্যে এনআরসি হবে না। সিএবিও হবে না। কেন্দ্রকে চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২০২১-র ভোটে নাগরিকত্ব সংশোধনী আইনকে হাতিয়ার করতে চাইছে বিজেপি। সেই অস্ত্রেই বিজেপিকে রোখার কৌশল তৃণমূলনেত্রীর। সোমবার থেকেই রাস্তায় নামছেন মমতা।
advertisement

এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী বিলের শুরু থেকেই বিরোধিতায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদের দুই কক্ষে বিল পাসের পর তাতে সই করেছেন রাষ্ট্রপতি। কিন্তু, এর বিরোধিতায় মমতার সুর একই ভাবে সপ্তমে।

এনআরসি নিয়ে এ রাজ্যে ধাক্কা খেয়েছে বিজেপি। এবার তারা নাগরিকত্ব সংশোধনী আইনকে হাতিয়ার করতে চাইছে। ২০২১-রর ভোটকে পাখির চোখ করে তাদের টার্গেট এ রাজ্যের উদ্বাস্তু ভোট। শুক্রবার পালটা চ্যালেঞ্জ ছুড়ে একুশের ভোট প্রচারে বিজেপি বিরোধিতার সুরও বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

advertisement

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় পথেও নামছেন তৃণমূলনেত্রী। আগামী সোমবার রেড রোডে আম্বেদকরের মূর্তির সামনে থেকে শুরু হবে মিছিল। মেয়ো রোডের গান্ধি মূর্তি হয়ে মিছিল যাবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। মঙ্গলবার দুপুর ১টায় যাদবপুর এইট বি থেকে মিছিল, গান্ধি মূর্তি পর্যন্ত।

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! Kali Puja 2025: আলোর উৎসবে শক্তির আরাধনা!
আরও দেখুন

বিজেপির সিএবি অস্ত্রকে ভোঁতা করতে তাঁর কৌশলও যে তৈরি সেটাই বুঝিয়ে দিতে চাইলেন তৃণমূলনেত্রী।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
কেন্দ্রের বিরুদ্ধে নাগরিকত্ব আইনই হাতিয়ার মমতার, পথে নেমেই প্রতিবাদ তৃণমূলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল