এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী বিলের শুরু থেকেই বিরোধিতায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদের দুই কক্ষে বিল পাসের পর তাতে সই করেছেন রাষ্ট্রপতি। কিন্তু, এর বিরোধিতায় মমতার সুর একই ভাবে সপ্তমে।
এনআরসি নিয়ে এ রাজ্যে ধাক্কা খেয়েছে বিজেপি। এবার তারা নাগরিকত্ব সংশোধনী আইনকে হাতিয়ার করতে চাইছে। ২০২১-রর ভোটকে পাখির চোখ করে তাদের টার্গেট এ রাজ্যের উদ্বাস্তু ভোট। শুক্রবার পালটা চ্যালেঞ্জ ছুড়ে একুশের ভোট প্রচারে বিজেপি বিরোধিতার সুরও বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় পথেও নামছেন তৃণমূলনেত্রী। আগামী সোমবার রেড রোডে আম্বেদকরের মূর্তির সামনে থেকে শুরু হবে মিছিল। মেয়ো রোডের গান্ধি মূর্তি হয়ে মিছিল যাবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। মঙ্গলবার দুপুর ১টায় যাদবপুর এইট বি থেকে মিছিল, গান্ধি মূর্তি পর্যন্ত।
বিজেপির সিএবি অস্ত্রকে ভোঁতা করতে তাঁর কৌশলও যে তৈরি সেটাই বুঝিয়ে দিতে চাইলেন তৃণমূলনেত্রী।