রাজনৈতিক সমাবেশ থেকে লোকসভা ভোটে লড়াইয়ের ডাক দেবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের ফল বেরনোর পরে হবে সমাবেশ। গ্রামের ভোটে ভাল ফলে আশাবাদী শাসকদল। তাই এবারের শহিদ দিবসে রেকর্ড জমায়েত হবে বলে আশাবাদী তৃণমূল কংগ্রেস। ফলে পঞ্চায়েতের পাশাপাশি, ২১ জুলাইয়ের প্রস্তুতিও তুঙ্গে তৃণমূলের অন্দরে। প্রকাশিত হয়েছে ২১ জুলাইয়ের ব্যানারও।
advertisement
আরও পড়ুন: জীবনে হারেননি তৃণমূলের অনিল পাত্র, বয়স ‘মাত্র’ ৯১! এবারেও প্রার্থী, কোথায় জানেন?
তবে জাতীয় রাজনীতি যে দিকেই মোড় নিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের অগ্রাধিকারে থাকবে বাংলার উন্নয়ন। এবারের একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এ বার কার্যত সেই বার্তা দিতে পারেন তৃণমূলনেত্রী। গত কয়েক বছরে দলের নাম যেভাবে বিভিন্ন দুর্নীতিতে জড়িয়েছে, সেই দিকটিকে গুরুত্ব দিচ্ছে দল। আগেও নেতা-কর্মীদের সাবধান করেছেন একাধিকবার। তবে শহিদ দিবের মঞ্চে কার্যত ভোকাল টনিক নিয়েই মাঠে নামতে চলেছেন জননেত্রী মমতা।
আরও পড়ুন: নমুনা নিয়ে বাড়ি-বাড়ি তৃণমূল প্রার্থীরা! কীসের নমুনা? তাজ্জব সকলে
একুশে জুলাইয়ের কর্মসূচিতে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে দলের যুব সংগঠনের। সে দিক থেকে একাধিকবার এই মঞ্চ থেকে দলের নেতা-কর্মীদের বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দলের সেকেন্ড ইন কম্যান্ড হিসেবে এই মঞ্চ থেকে তিনি এবার কী বলেন, তা নিয়েও কৌতূহল থাকবে রাজ্যবাসীর।
আবীর ঘোষাল