গত মাসে মুলায়ম সিং-এর পুত্র, তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব দলের জাতীয় সম্মেলনে যোগ দিতে এসেছিলেন কালীঘাটে৷ সেই সময়ও কালীঘাটে গিয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি৷ এরপর ওড়িশায় গিয়ে নবীন পট্টনায়কের সঙ্গেও বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর কিছুদিন পরে এইচ ডি কুমারস্বামীও আসেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করতে।
advertisement
আরও পড়ুন: সল্টলেকে বিধ্বংসী আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ, ঘটনাস্থলে দমকল
দিন কয়েক আগেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে ফোন করে অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠক ডাকার প্রস্তাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের বিভিন্ন রাজ্যের অবিজেপি নেতাদের এভাবে বারবার এ রাজ্যে এসে মমতার সঙ্গে সাক্ষাৎ নিঃসন্দেহে জাতীয় রাজনীতিতে জোট-জল্পনা বাড়াচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল৷
তবে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক আরও একটি দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল৷ প্রসঙ্গত, কদিন আগেই দিল্লিতে আপ আদমি পার্টির মুখ্য আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও কংগ্রেস-এর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন নীতীশ। তাঁর সঙ্গে ছিলেন লালু পুত্র তেজস্বী যাদব৷
আরও পড়ুন: সোমবার থেকেই তৃণমূলের মহাকর্মসূচি! নবজাগরণ যাত্রা শুরু করছেন অভিষেক
সম্প্রতি নানা পরিস্থিতিতে কংগ্রেসের সঙ্গে দূরত্ব বেড়েছে তৃণমূলের৷ আবার, রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হওয়া ইস্যুতে কংগ্রেসের পাশেও থাকতে দেখা গিয়েছে তৃণমূলকে৷ বিরোধী জোটের মুখ কে হবে এ নিয়ে দুই দলের মধ্যে দীর্ঘ টানাপড়েন৷ এই আবহে মঙ্গলবার বাংলা-বিহারের মুখ্যমন্ত্রীর বৈঠক অত্যন্ত তাৎপর্য্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, কংগ্রেস নেতৃত্বের সঙ্গে দিল্লিতে বৈঠক সাড়ার পরে তৃণমূলের সঙ্গে বৈঠক করতে আসছেন নীতীশ৷ এই বৈঠকে কী থাকবে কোনও বিশেষ বার্তা? সেদিকেও নজর থাকবে এদিন৷
সব মিলিয়ে বলাই যায়, এখন থেকেই চব্বিশের আগে অবিজেপি জোটের ছক কষা শুরু হয়ে গেল বলে৷