এর পাশাপাশি ওড়িশা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, দিল্লি সহ একাধিক রাজ্যে আক্রান্ত হয়েছেন বাঙালিরা এই অভিযোগ প্রতিদিন সামনে নিয়ে আসছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বারবার হেনস্থা করা হচ্ছে বাংলা ভাষায় কথা বললে, এই অভিযোগ তোলা হচ্ছে। এই পরিস্থিতিতে প্রতিবাদে নেতৃত্ব দিতে মঙ্গলবার কলকাতার রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
advertisement
সূত্রের খবর, হাওড়া, দমদম, সল্টলেক, ভাঙড়-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের নেতা, কর্মী ও সমর্থকেরা মিছিলে অংশ নেবেন। দলের বার্তা স্পষ্ট— বাংলা ও বাঙালিকে অপমান করা হলে তার জবাব দেওয়া হবে রাস্তায় নেমে। এই কর্মসূচির মাধ্যমে বিজেপির বিরুদ্ধে বাংলার আত্মপরিচয় ও ভাষার মর্যাদা রক্ষার সুরে সুর মিলিয়ে প্রতিবাদ জানাবে তৃণমূল কংগ্রেস।অতীতেও এই নিয়ে সরব হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে । কয়েকদিন আগেই বিধানসভায় তাঁকে বলতে শোনা গিয়েছিল, “ভারত একটি বহু ভাষার দেশ । এখানে নানা ভাষায় মানুষ কথা বলেন । তাহলে বাংলা ভাষা বললে সে বাংলাদেশি হয়ে গেল ? বাংলাদেশের মানুষ যেমন বাংলায় কথা বলেন, তেমন পশ্চিমবঙ্গের বাসিন্দারাও তো বাংলায় কথা বলেন । তাই বলে কি তাঁদের বাংলাদেশি বলে ধরতে হবে ? এটা কোথাকার যুক্তি !”
মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, “বিজেপি এখন ভাষার ভিত্তিতেই রাজনীতি করছে । তারা এমনিতেই বাংলার প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করে । অথচ বাংলার পরিযায়ী শ্রমিকরা খুব দক্ষ ও পরিশ্রমী । নানা রাজ্যে কাজ করতে যান তাঁরা । সেই শ্রমিকদের এখন ‘বাংলাদেশি’ বলে জেলে পুরে দেওয়া হচ্ছে, এটা ভয়ঙ্কর অন্যায় । বাংলার মানুষ যদি নিজের দেশেই অনাহূত অতিথির মতো আচরণের শিকার হন, তাহলে বাংলা চুপ করে থাকবে না।”