বুধবার সংবিধান দিবস উপলক্ষে রেড রোডে বি আর অম্বেদকরের মূর্তিতেও মাল্যদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানেও একাধিক বিষয় নিয়ে মন্তব্য করেন মমতা৷ তৃণমূলনেত্রী প্রশ্ন তোলেন, ‘‘আজ যখন গণতন্ত্র এবং ধর্ম আক্রমণ করা হচ্ছে এবং নাগরিকত্ব এবং ভোটাধিকার নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, তখন আমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করা উচিত: আমাদের কি এখন আমাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? এর পিছনে এনআরসি কাজ করছে। আমরা এতে হতবাক এবং দুঃখিত। এই কারণেই আমি আজ এখানে ভারতের গণতন্ত্রকে রক্ষা করার শপথ নিচ্ছি, যা সবচেয়ে বড়।’’
advertisement
আরও পড়ুন: শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ, সন্দেশখালিতে সিবিআইয়ের হাতে ধৃত দুরন্ত মোল্লা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‘আমরা ভারতের একটি অংশ এবং আমরা গর্বের সাথে বলতে পারি যে বাংলা সর্বদা গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের জন্য লড়াই করেছে। গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া এবং ধর্মীয় ভিত্তিতে সর্বত্র বিভাজন ঘটতে দেখে আমরা দুঃখিত।’’
