আরও পড়ুন– রাশিফল ২৩ নভেম্বর; দেখে নিন কেমন যাবে আজকের দিন
দু’দিনের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে বিপুল অঙ্কের বিনিয়োগের পর এবার বৃহস্পতিবার অর্থাৎ আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই নবান্ন সূত্রে খবর। মূলত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যে বিনিয়োগের প্রস্তাব এসেছে সেই বিনিয়োগের প্রস্তাব নিয়ে আগামী দিনে কিভাবে এগোনো হবে তা নিয়েই এই আলোচনা হতে পারে বলেই মনে করা হচ্ছে। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যে দফতরগুলি যুক্ত হয়েছিল সেই দফতরগুলির সচিব পর্যায়ের আধিকারিকদের সঙ্গেও পর্যালোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী। এদিনই তৃণমূল কংগ্রেসের মেগা বৈঠক রয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেই বৈঠক শেষ করেই নবান্নে শিল্প সংক্রান্ত এই বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই জানা গিয়েছে। এই বৈঠকের জন্য নবান্ন সভাঘর প্রস্তুত রাখা হচ্ছে। এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, পর্যটন, স্বাস্থ্য, শিক্ষা, আন্তর্জাতিক বাণিজ্যের মতো কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিপুল পরিমাণ বিনিয়োগের প্রস্তাব এসেছে।
advertisement
সেই বিনিয়োগের প্রস্তাব নিয়েই এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পর্যালোচনা করতে পারেন বলেই মনে করা হচ্ছে। এবার ৫ হাজার প্রতিনিধি অংশ নিয়েছিলেন বাণিজ্য সম্মেলনে। মঙ্গলবারই বিপুল বিনিয়োগের কথা ঘোষণা করেছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। তিনি জানিয়েছিলেন আগামী তিন বছরে তাঁর সংস্থা বাংলায় ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। এছাড়াও একাধিক সংস্থা রাজ্যের স্কুল শিক্ষা, উচ্চ শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা বিনিয়োগ করার ব্যাপারে জানিয়েছে। মনে করা হচ্ছে এই দিনের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল পরিমাণ বিনিয়োগের অঙ্ক নিয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা করতে পারেন।
আরও খবর পড়তে ফলো করুন