TRENDING:

Mamata Banerjee: 'মা-মাটি আর মানুষ নিয়ে বাংলা আছে ভাল...' বাংলার মানুষকে নতুন বছরের আগাম শুভেচ্ছা মমতার

Last Updated:

Mamata Banerjee: এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দিয়ে শুভেচ্ছা বার্তায় মমতা লেখেন, "আমরা ২০২৪ সালকে বিদায় জানাচ্ছি। আমাদের শক্তির মূল ভিত্তি, আমাদের মা, মাটি, মানুষের অবিচ্ছিন্ন সমর্থনের জন্য কৃতজ্ঞতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: “মা মাটি আর মানুষ নিয়ে বাংলা আছে ভাল, তৃণমূলের হাতেই থাকুক নতুন দিনের আলো।” ২০২৪-এর বিদায় লগ্নে এবার তৃণমূল কংগ্রেসের হাত ধরে বাংলার উন্নয়নের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নতুন বছরের আগাম শুভেচ্ছা মমতার
নতুন বছরের আগাম শুভেচ্ছা মমতার
advertisement

এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দিয়ে শুভেচ্ছা বার্তায় মমতা লেখেন, “আমরা ২০২৪ সালকে বিদায় জানাচ্ছি। আমাদের শক্তির মূল ভিত্তি, আমাদের মা, মাটি, মানুষের অবিচ্ছিন্ন সমর্থনের জন্য কৃতজ্ঞতা। আপনাদের আস্থা ও বিশ্বাসই যাবতীয় নিপীড়ন ও শোষণের শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমাদের সংকল্পকে আরও শক্তি যোগায়।”

মমতা তাঁর বার্তায় আরও লেখেন, “এই বছর ফের একবার আমরা পরীক্ষায় বিজয় লাভ করেছি। পর পর প্রতিবন্ধকতা থেকে আমরা যে সমস্ত মাইলফলকগুলি অর্জন করেছি, তা আপনাদের ভালবাসা এবং সংহতির জন্যই সম্ভব হয়েছে। এই বছরটিকে অবিস্মরণীয় করে তোলার জন্য আমি হাত জোড় করে বাংলার মানুষকে ধন্যবাদ জানাই।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

পাশাপাশি নতুন বছরে পা দেওয়ার এই মুহূর্তে নতুন করে তাঁর প্রতিশ্রুতির কথা স্মরণ করেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা লেখেন, “আমি আমার প্রতিশ্রুতি আবারও স্মরণ করছি, বাংলার মানুষকে আমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে সেবা করব, আপনাদের রক্ষা করব এবং ন্যায়, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের আদর্শগুলিতে দৃঢ়তার সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ থাকব। জয় বাংলা!”

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'মা-মাটি আর মানুষ নিয়ে বাংলা আছে ভাল...' বাংলার মানুষকে নতুন বছরের আগাম শুভেচ্ছা মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল