TRENDING:

Mamata Banerjee: ত্রাণ নিয়ে জেলাশাসক-পুলিশ সুপারদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, দুই কর্তাকে বিশেষ নির্দেশ

Last Updated:

Mamata Banerjee: ত্রাণ সামগ্রী কোনও ভাবেই আটকে রাখা যাবে না। সবাইকে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ দিতে হবে। সরকারের তরফে পর্যাপ্ত ত্রাণ দেওয়া হয়েছে। আমার কাছে ত্রাণ নিয়ে যেন কোনও অভিযোগ না আসে।" জেলাশাসক-পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ত্রাণ সামগ্রী কোনও ভাবেই আটকে রাখা যাবে না। সবাইকে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ দিতে হবে। সরকারের তরফে পর্যাপ্ত ত্রাণ দেওয়া হয়েছে। আমার কাছে ত্রাণ নিয়ে যেন কোনও অভিযোগ না আসে।” জেলাশাসক-পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা।
মুখ্যমন্ত্রীর কড়া বার্তা
মুখ্যমন্ত্রীর কড়া বার্তা
advertisement

এদিনের বৈঠকে দুই জেলাশাসককেও সতর্ক করেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, বৈঠকে মমতা প্রশাসনিক দুই কর্তাকে বলেন, “তোমরা কিন্তু ত্রাণ আটকে রাখবে না।” একইসঙ্গে আগামী পয়লা, দোসরা ও তেসরা অক্টোবর সতর্ক বান আসতে পারে বলে সতর্ক থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে স্থানীয় প্রশাসনকে সব রকমের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসক পুলিশ সুপারদের উদ্দেশ্যে মমতা বলেন, “আপনারা মাঠে ময়দানে থাকবেন।” পুজোর সময় যাতে কোনও সাম্প্রদায়িক সমস্যা না হয় সেদিকে নজর রাখতে হবে বলেও বৈঠকে মুর্শিদাবাদের পুলিশ সুপারকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী।

advertisement

আরও পড়ুন: ‘প্রভাবশালী’ সওয়াল আরজি কর মামলায়! রিপোর্ট দিন কারা কারা : প্রধান বিচারপতি

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বন্যার জন্য কোনও পুজোর যদি সমস্যা হয় সেই ক্লাবগুলিকে সহযোগিতা করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “প্রয়োজনে তাঁদের মণ্ডপের স্থান বদল করতে হবে। এই বিষয়ে ক্লাবগুলির সঙ্গে কথা বলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে দক্ষিণবঙ্গের জেলাশাসকদের পুজোয় বন্যা বিধ্বস্ত মানুষের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “অনেক দুঃস্থ গরিব পরিবার রয়েছে। বন্যার জন্য অনেকেই জামা কাপড় কিনতে পারেননি। তাঁদের প্রয়োজনে জামাকাপড় দেবেন আপনারা।”

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ত্রাণ নিয়ে জেলাশাসক-পুলিশ সুপারদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, দুই কর্তাকে বিশেষ নির্দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল