TRENDING:

Mamata Banerjee: অক্সফোর্ডে ঐতিহাসিক মুহূর্ত, পিয়ানোতে 'পুরানো সেই দিনের কথা' বাজিয়ে বাংলার আত্মার ছোঁয়া দিলেন মমতা

Last Updated:

Mamata Banerjee: পথে লবিতে গ্র্যান্ড পিয়ানো দেখেই থমকে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী। গ্র‍্যান্ড পিয়ানো হেরিটেজ। দেখেই আপ্লুত মুখ্যমন্ত্রী সঙ্গী ভারতীয় গবেষককে জিজ্ঞাসা করলেন, ‘এটা বাজাতে পারি?’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লন্ডন : লন্ডন থেকে বাসে দীর্ঘ পথ সফর শেষে অক্সফোর্ডে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছতেই সফরের ক্লান্তি কাটাতে তাঁকে বিশ্রামের জন্য নিয়ে যাওয়া হয় র‌্যানডল্‌ফ হোটেলে। হোটেলে মুখ্যমন্ত্রীকে হলুদ ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান অক্সফোর্ডের গবেষক।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

এদিন হোটেলের রুমে যাওয়ার পথে লবিতে গ্র্যান্ড পিয়ানো দেখেই থমকে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী। গ্র‍্যান্ড পিয়ানো হেরিটেজ। দেখেই আপ্লুত মুখ্যমন্ত্রী সঙ্গী ভারতীয় গবেষককে জিজ্ঞাসা করলেন, ‘এটা বাজাতে পারি?’

বাকিটা ইতিহাস। কয়েক মুহূর্তের মধ্যেই বাঙালির আত্মার সঙ্গে জুড়ে থাকা রবি সুরের মূর্চ্ছনা ছলকে উঠল র‌্যানডল্‌ফ হোটেলের কোনায় কোনায়। বাজালেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই চেনা গান, ‘পুরানো সেই দিনের কথার’ সুর। এরপর একের পর এক, ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে’, ‘উই শ্যাল ওভারকাম’। মুখ্যমন্ত্রীর আঙুলের স্পর্শে বেজে উঠল হেরিটেজ গ্র্যান্ড পিয়ানো।

advertisement

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কাঁপাবে ৯ রাজ্য…! ৩ রাজ্যে তাপপ্রবাহ হুঁশিয়ারি, আগামী ২৪ ঘণ্টায় কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD

আলোচনা সভার প্রাক্কালে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন গোটা বিশ্ববিদ্যালয় ঘুরে দেখেন। যান বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারেও। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভারত বিষয়ক ফ্যাকাল্টির ২৫ জন পড়ুয়া এবং গবেষকের সঙ্গে একান্ত বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে বাংলার সংস্কৃতি নিজের আঙুলে তুলে ধরলেন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: অক্সফোর্ডে ঐতিহাসিক মুহূর্ত, পিয়ানোতে 'পুরানো সেই দিনের কথা' বাজিয়ে বাংলার আত্মার ছোঁয়া দিলেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল