এদিন হোটেলের রুমে যাওয়ার পথে লবিতে গ্র্যান্ড পিয়ানো দেখেই থমকে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী। গ্র্যান্ড পিয়ানো হেরিটেজ। দেখেই আপ্লুত মুখ্যমন্ত্রী সঙ্গী ভারতীয় গবেষককে জিজ্ঞাসা করলেন, ‘এটা বাজাতে পারি?’
বাকিটা ইতিহাস। কয়েক মুহূর্তের মধ্যেই বাঙালির আত্মার সঙ্গে জুড়ে থাকা রবি সুরের মূর্চ্ছনা ছলকে উঠল র্যানডল্ফ হোটেলের কোনায় কোনায়। বাজালেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই চেনা গান, ‘পুরানো সেই দিনের কথার’ সুর। এরপর একের পর এক, ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে’, ‘উই শ্যাল ওভারকাম’। মুখ্যমন্ত্রীর আঙুলের স্পর্শে বেজে উঠল হেরিটেজ গ্র্যান্ড পিয়ানো।
আলোচনা সভার প্রাক্কালে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন গোটা বিশ্ববিদ্যালয় ঘুরে দেখেন। যান বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারেও। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভারত বিষয়ক ফ্যাকাল্টির ২৫ জন পড়ুয়া এবং গবেষকের সঙ্গে একান্ত বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে বাংলার সংস্কৃতি নিজের আঙুলে তুলে ধরলেন।