TRENDING:

Mamata Banerjee: 'কাজ না করলে ভোটে জেতা যায় না!' ভোটের ফলে বিপদ সঙ্কেত, মন্ত্রীদের সতর্ক করলেন মমতা

Last Updated:

লোকসভা ভোটের ফল বিশ্লেষণ করলে তৃণমূলের জন্য একাধিক চিন্তার কারণ থাকছে৷ লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী, রাজ্যের ৯২টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে বিজেপি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ‘মানুষের কাছে যেতে হবে৷ মানুষের জন্য কাজ করতে হবে৷ তা না হলে ভোটে জেতা যায় না৷’ লোকসভা ভোটে বিপুল সাফল্যের পরেও রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সতীর্থদের এই সাবধানবাণী শুনিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর এটিই ছিল রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক৷
মন্ত্রীদের সতর্ক করে দিলেন মমতা৷
মন্ত্রীদের সতর্ক করে দিলেন মমতা৷
advertisement

২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল ২২টি আসনে জিতলেও এবার আসনপ্রাপ্তির সংখ্যা বাড়িয়ে ২৯-এ নিয়ে গিয়েছে রাজ্যের শাসক দল৷ উত্তরবঙ্গের কোচবিহার, মুর্শিদাবাদের বহরমপুরের মতো আসনগুলি বিরোধীদের হাত থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল৷ জয় পেয়েছে দুটি বিধানসভা উপনির্বাচনেও৷

আরও পড়ুন: ‘বুলডোজারের সামনে দাঁড়িয়ে পড়ব!’ হুঁশিয়ারি শুভেন্দুর, একদিন সময় দিলেন মমতাকে

advertisement

আপাতত দৃষ্টিতে এই ফলাফল তৃণমূলের জন্য স্বস্তির হলেও লোকসভা ভোটের ফল বিশ্লেষণ করলে তৃণমূলের জন্য একাধিক চিন্তার কারণ থাকছে৷ লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী, রাজ্যের ৯২টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে বিজেপি৷ ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপির জিতেছিল ৭৭টি আসনে৷ আবার, পুরসভা ভিত্তিক ফল অনুযায়ী, রাজ্যের ১২১টি পুর এলাকার মধ্যে ৬৯টিতেই এগিয়ে রয়েছে পদ্ম শিবির৷ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে লোকসভা ভোটের সাফল্যের আড়ালে এই বিষয়গুলিই তৃণমূল শীর্ষ নেতৃত্বের মাথাব্যথা বাড়িয়েছে৷ তার উপর, আগামী মাসেই রাজ্যের চারটি কেন্দ্রে উপনির্বাচন রয়েছে৷ এই চারটি কেন্দ্রের মধ্যে তিনটিই আবার ছিল বিজেপির দখলে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

লোকসভা ভোটের ফল প্রকাশের পরই রাজ্যের পুর এলাকাগুলিতে ফুটপাথ, রাস্তা দখল করে হকারদের দৌরাত্ম বন্ধ কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ রাজ্যের একাধিক মন্ত্রী, পুরপ্রধানদের নাম ধরে ধরে তাঁদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি৷ এবার মন্ত্রিসভার বৈঠকেও মন্ত্রীদের সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী৷ তবে শুধু মন্ত্রীরাই নন, এ দিন রাজ্য প্রশাসনের দুই শীর্ষ কর্তাকেও মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার মুখে পড়তে হয় বলে সূত্রের খবর৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'কাজ না করলে ভোটে জেতা যায় না!' ভোটের ফলে বিপদ সঙ্কেত, মন্ত্রীদের সতর্ক করলেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল