এসএসসি দুর্নীতি কাণ্ডে গ্রেফতারির পর মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে অব্যাহতি দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির জেরে রাজ্য সরকারকেও চাপের মুখে পড়তে হয়েছে৷ সরাসরি মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তোলার সুযোগ পেয়ে গিয়েছেন বিরোধীরা৷
আরও পড়ুন: বিরাট খবর, রাজ্যে আরও ৭ নতুন জেলা! ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ে
এই পরিস্থিতিতে সরকারের ভাবমূর্তি উদ্ধার করতে মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা জোরালো হয়েছিল৷ এ দিন মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, আগামী বুধবার মন্ত্রিসভার রদবদল করা হবে৷ মন্ত্রিসভার চার-পাঁচজন সদস্যকে বাদ দিয়ে পাঁচ থেকে ছ' জন নতুন মুখকে জায়গা দেওয়া হবে৷
advertisement
এ দিন মন্ত্রিসভার বৈঠকেই রাজ্যে সাতটি নতুন জেলা গঠনের সিদ্ধান্ত অনুমোদিত হয়৷ সূত্রের খবর, বৈঠকের শেষ দিকে পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করেই মন্ত্রিসভার সদস্যদের সতর্ক করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, 'দলকেও অসম্মান করবেন না, সরকারকেও অসম্মান করবেন না৷'