এদিন মমতার কথায় উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গও৷ ইতিমধ্যেই কয়লা এবং নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিষেক এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছেন গোয়েন্দারা৷ এমনকি তলব করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়, মা লতা বন্দ্যোপাধ্যায়কেও৷
বৃহস্পতিবার কালীঘাটের বাড়ি লাগোয়া দফতরে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘‘অভিষেকের জন্মের আগের নথি চাইছে। ওর বাবাকে বলেছে ৪০-৪২ বছর আগের কাগজ দিতে। আরে অভিষেক তো জন্মেছেই ১৯৮৭ সালে। আর বলছে ১৯৮২-৮৩ সালের কাগজপত্র দিতে! অভিষেকের কাছে ১৯৮১-৮২ সালের তথ্য চাইছে৷ আর ওর জন্ম ৮৭ সালে।’’
advertisement
সেই সকালে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে গিয়েছেন সিবিআই আধিকারিকেরা৷ তারপরে কেটে গিয়েছে ১২ ঘণ্টা৷ সকাল সকালই জ্যোতিপ্রিয়ের সল্টলেকের বাড়িতে মিষ্টির বাক্স হাতে নিয়ে পৌঁছেছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত৷ গিয়ে দেখেছিলেন, সেখানে ইডি রেড চলছে৷
সূত্রের খবর, দিন গড়ানোর সঙ্গে সঙ্গে মন্ত্রীর বাড়ির বাইরে বিজয়া করার জন্য ভিড় বাড়ছে দলে দলে৷ জানা যাচ্ছে, ইডি অভিযান হচ্ছে জেনেও একের পরে এক মানুষ এসেই চলেছেন৷ আর তাতেই অভিযানে যাতে সমস্যা না হয় তা নিশ্চিত করতে বাইরে পরিস্থিতি বিষয়ে জানানো হয়েছে স্থানীয় Pso এবং পুলিশকে৷ ইডি-র তরফেও আইসি-কে আসতে বলা হয়৷ মন্ত্রীর বাইরে যাতে জমায়েত না হয়, তা নিশ্চিত করতে বলা হয় পুলিশকে৷ তারপরেই জোত্যিপ্ৰিয় মল্লিকের বাড়িতে পৌঁছন বিধান নগর নর্থ থাবার আইসি প্রতীক বসু৷
আরও পড়ুন: রেশনের ১ কেজি আটা থেকে ৪০০ গ্রামই গায়েব! কী ভাবে চলত বাকিবুরদের দুর্নীতির স্কিম? জানেন..
রথীন ঘোষ, ফিরহাদ হাকিমের পরে জ্যোতিপ্রিয় মল্লিক৷ পুজোর আগে পরে, তৃণমূল নেতাদের বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি-সিবিআই৷ কখনও পুর দুর্নীতি তো কখনও রেশন৷ এদিন মমতা বললেন,‘‘আজ আমি বলতে বাধ্য হচ্ছি জেলায় জেলায় পুজো কার্নিভাল, জেলার সব নেতা মন্ত্রীরা ব্যস্ত, আজ ভোর বেলায় থেকে বিজয়া দশমী করতে গেছে। দেখছে বালুর বাড়ি থেকে রেড করতে গেছে। এটা একটা নোংরা খেলা!’’
চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বিজেপি ‘নোংরা’ খেলা খেলতে বলে অভিযোগ করেন মমতা৷ বলেন, ‘‘পুজোর আগে রথীন এরবাড়িতে রেড করেছে।যা ইচ্ছা তাই করে যাচ্ছে।’’
ফিরহাদ হাকিমের স্ত্রীয়ের কথার প্রসঙ্গ তুলে বলেন, ‘‘ববি এর বউ-এর থেকে শুনেছিলাম ঘি-এর কৌটো, চিনি কৌটোটাও উল্টে দিচ্ছে। এমনকি ছবি তুলছে কটা শাড়ি আছে, সালোয়ার কামিজ আছে, কটা কসমেটিকস আছে।’’
তাঁর কথায়, ‘‘বিজেপির নেতাদের বাড়িতে তাহলে কেন রেড করা হচ্ছে না? বিজেপির নেতাদের বাড়িতে কেন তল্লাশি নয়?’’ বিজেপি-কে আবারও ‘প্যাথলজিক্যাল লায়ার’ বলে সম্বোধন করেন তৃণমূলনেত্রী৷