এ দিন সকালে প্রথমে রেড রোডে যান মুখ্যমন্ত্রী৷ সেখান নমাজ পাঠ শেষ হওয়ার পর বক্তব্য রাখেন তিনি৷ এর পর পার্ক সার্কাসের লাল মসজিদে যান মমতা ও অভিষেক৷ সেখান থেকেই পার্ক সার্কাসে রিজওয়ানুর রহমানের বাড়িতে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেত বন্দ্যোপাধ্যায়৷ রিজওয়ানুরের মা কিশওয়ার জাহান, দাদা রুকবানুর রহমান এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। খুশির ইদের দিনে মমতাকে সামনে পেয়ে জড়িয়ে ধরেন রিজওয়ানুরের বৃদ্ধা মা৷
advertisement
আরও পড়ুন: 'NRC করতে দেব না', রেড রোডে ইদের নমাজের মঞ্চ থেকে নাম না করে বিজেপিকে নিশানা মমতার
২০০৭ সালে রিজওয়ানুরের মৃত্যু নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য-রাজনীতি। তারপর থেকে রিজওয়ানুর রহমানের পরিবারের সঙ্গে সম্পর্ক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ এমন কি, রিজওয়ানুরের দাদা রুকবানুর ২০১১ সালে তৃণমূলের টিকিটে বিধায়ক নির্বাচিত হন। এখনও তিনি নদিয়ার চাপড়ার বিধায়ক।
মমতা রিজুওয়ানুরের পরিবাররের নিয়মিত খোঁজ খবর রাখেন। ইদের দিনটিতে চেষ্টা করেন রিজওয়ানুর বাড়িতে আসতে। এবারও সেই সূচিতে কোনও বদল হয়নি।
এ দিন রেড রোড থেকে মুখ্যমন্ত্রী বলেন, 'সকলে শান্তিতে থাকুন। কারও প্ররোচনায় পা দেবেন না। বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি।' মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি, কোনও ভাবেই বাংলায় অশান্তি বরদাস্ত করবে না তাঁর সরকার।