TRENDING:

Mamata Banerjee: গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আবেদন জানিয়ে সকাল সকাল ট্যুইট মমতার, কী লিখলেন?

Last Updated:

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অসম ও বাংলার মানুষকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে বাংলায় ট্যুইট করেছেন। অসম ও বাংলার ভোটারদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শুরু হয়ে গেল বাংলার ২০২১-এর বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2021) প্রথম দফার (Phase 1) ভোটগ্রহণ। সকাল সকাল বাংলার মানুষকে ভোট দেওয়ার, নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আবেদন করে ট্যুইট করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইটে লিখেছেন, 'বাংলার সকল মানুষকে আমি অনুরোধ করব নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন, ভোট দিন।'
advertisement

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অসম ও বাংলার মানুষকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে বাংলায় ট্যুইট করেছেন। অসম ও বাংলার ভোটারদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী৷ তিনি লিখেছেন যে, 'আজ প্রথম দফার নির্বাচন৷ যে বিধানসভার আসনগুলিতে ভোটগ্রহণ হচ্ছে, সেখানকার ভোটদাতাদের আমি রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানাই।' কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এদিন বাংলায় ট্যুইট করেছেন। তিনি লিখেছেন, 'আমি পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটারদের কাছে অনুরোধ করছি যে বাংলার গৌরবকে পুনঃপ্রতিষ্ঠিত করতে অধিক থেকে অধিকতর সংখ্যায় ভোটদান করুন। আপনার একটি ভোট সুভাষ চন্দ্র বসু, গুরুদেব ঠাকুর এবং শ্যামাপ্রসাদ মুখার্জীর মতন মহাপুরুষের চিন্তাধারা অনুযায়ী বাংলা গঠনের স্বপ্নকে বাস্তবায়িত করবে।'

advertisement

advertisement

বাংলায় প্রথম দফায় মোট ভোটার সংখ্যা ১.৫০ কোটি৷ নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ৭৩০ জন কেন্দ্রীয় বাহিনী৷ মূলত জঙ্গলমহল এলাকার ভোট আজ৷ পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া জেলার মোট ৩০টি আসনে ভোট হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পেয়ারা মাখা, ঝালমুড়ি মাখা অতীত! এবার বাজার কাঁপাচ্ছে রসগোল্লা মাখা, কেক মাখা!
আরও দেখুন

গত ২০১৯ লোকসভা আসনে জঙ্গলমহল এলাকা থেকে ভালো ফল করে বিজেপি৷ তাই শনিবারের ভোটে, এই এলাকা থেকে ভালো ফলের আশায় রয়েছে গেরুয়া শিবির৷ ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনি থাকছে বাঁকুড়ায়, ১৪৪ ঝাড়গ্রামে, ১৩৯ পশ্চিম মেদিনীপুরে, ১৬৯ পূর্ব মেদিনীপুরে এবং ১৮৩ পুরুলিয়ায়৷ নিরাপত্তা নিশ্ছিদ্র করতে এই ব্যবস্থা৷ এছাড়া কুইক রেসপন্স টিম রয়েছে। যদিও সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে বিচ্ছিন্ন অশান্তির ঘটনা সামনে আসতে শুরু করেছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আবেদন জানিয়ে সকাল সকাল ট্যুইট মমতার, কী লিখলেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল