রবিবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি অনুষ্ঠানে যোগ দেবেন। একাধিক সরকারি পরিষেবা তুলে দেওয়ার পাশাপাশি জমির পাট্টাও তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাকে মাস্টার স্ট্রোক বলে মনে করছে রাজনৈতিক মহল।
advertisement
বিশেষত, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আলিপুরদুয়ার এসেছিলেন সেই সময় জানিয়ে গিয়েছিলেন চা বাগানের শ্রমিকদের জমির পাট্টা দেওয়া হবে। বেশ কয়েকটি প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী নিজেও জানিয়েছিলেন উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকদের জন্য জমির পাট্টা ইতিমধ্যেই প্রস্তুত হয়ে রয়েছে। এদিন আলিপুরদুয়ার থেকে জমির পাট্টা তুলে দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই জমির পাট্টা তুলে দেওয়ার মাধ্যমে দীর্ঘ দিনের দাবি পূরণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
জমির পাট্টা তুলে দেওয়ার পাশাপাশি উত্তরবঙ্গের জন্য কী বার্তা রাখেন বিশেষত আলিপুরদুয়ার জেলার জন্য সেদিকেই নজর গোটা রাজনৈতিক মহলের। আলিপুরদুয়ার পাড়েগ্রাম থেকে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা। স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন, কৃষি সহ কয়েকটি দফতরের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি, আলিপুরদুয়ার জেলার একাধিক হাতি মৃত্যুর ঘটনা ঘটেছে। তা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগপ্রকাশ করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। ট্রেন দুর্ঘটনায় হাতির মৃত্যু নিয়ে নবান্নের তরফে করা হয়েছে কয়েকটি বৈঠক-ও।
মনে করা হচ্ছে, এদিনের বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হাতির মৃত্যু নিয়ে রাজ্যের বন দফতরকে কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন। সোমবার জলপাইগুড়ির বানারহাটে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি অনুষ্ঠানেও যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবারে আলিপুরদুয়ার পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেলবেলায় জনসংযোগ করতে বেরিয়ে পড়েন। পুরসভা এলাকায় জনসংযোগ করেন পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাদের অভাব অভিযোগের কথা ও শোনেন। সব মিলিয়ে রবিবার রাজ্য রাজনীতির নজরে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়