১৫ জানুয়ারি পশ্চিমবঙ্গ এবং কেরল ছাড়া বাকি সব রাজ্যে ফের NPR বিজ্ঞপ্তি জারি হয়।
তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ এবং বাম শাসিত কেরল, এই দুই রাজ্যেই এনপিআর তৈরির প্রস্তুতি-প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। তৃণমূল ও সিপিএমের অভিযোগ, নাগরিকত্ব আইন, NRC, NPR—সবই একে অপরের সঙ্গে জড়িত। NPR-এর ভিত্তিতেই আগামী দিনে গোটা দেশে NRC তৈরি হবে। NPR তৈরি করে চিহ্নিত করা হবে। NRC এনে তাঁদের বাদ দেওয়া হবে।
advertisement
এনপিআর ২০২১-এ লিঙ্গের ক্ষেত্রে বেশ কিছু নতুন বিষয় যোগ করা হয়েছে৷ ২০১১ সালে বাড়ির কর্তা হিসেবে পুরুষ বা মহিলার অপশন ছিল৷ এ বার রূপান্তরকামী অপশন থাকছে৷
২০১১ সালে বাড়িতে টয়লেট রয়েছে কিনা, সেই অপশন ছিল৷ এ বার এনপিআর-এ প্রশ্ন থাকবে, 'অ্যাকসেস অফ টয়লেট৷' অর্থাত্ ওই টয়লেট কত জন ব্যবহার করেন, বাইরের লোকেও টয়লেটটি ব্যবহার করে নাকি শুধুই পরিবারের লোকেরা ইত্যাদি৷
NPR হল ন্যাশনাল পপুলেশন রেজিস্টার। এ দেশের বাসিন্দাদের সম্পর্কে তথ্যভাণ্ডার। কোনও এলাকায় গত ৬ মাস ধরে রয়েছেন এবং পরের ৬ মাস সেখানেই থাকতে পারেন এমন বাসিন্দাদের তথ্য। ২০১১ সালে ইউপিএ টুয়ের আমলে আদমসুমারির সময় প্রথমবার NPR হয়। ২০১৫ সালে NPR আপডেট করা হয়।