TRENDING:

Mamata Banerjee: ডিসেম্বরেই মোদি-মমতা বৈঠক! 'ইন্ডিয়া'র মিটিংয়ের পরের দিনই মোদির সঙ্গে বৈঠক মমতার

Last Updated:

Mamata Banerjee: চলতি মাসের ১৯ তারিখ ইন্ডিয়া জোটের বৈঠকের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী জোটের বৈঠেক যোগ দেবেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ডিসেম্বরের শেষে রাজধানীতে ঠান্ডার আবহে চড়বে রাজনীতির পারদও। চলতি মাসের ১৯ তারিখ ইন্ডিয়া জোটের বৈঠকের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী জোটের বৈঠেক যোগ দেবেন। ঠিক তারপরের দিন অর্থাৎ ২০ তারিখ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, ১০০ দিনের বকেয়া টাকা, আবাস যোজনা-সহ একাধিক বিষয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী তুলতে পারেন বলে খবর।
'ইন্ডিয়া'র মিটিংয়ের পরের দিনই মোদির সঙ্গে বৈঠক মমতার
'ইন্ডিয়া'র মিটিংয়ের পরের দিনই মোদির সঙ্গে বৈঠক মমতার
advertisement

আরও পড়ুন, পুরীর সমুদ্রে সাংঘাতিক কাণ্ড! জলে নামতেই টেনে নিল গোটা মানুষকে, পরের কাণ্ড মারাত্মক

আরও পড়ুন, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই রেকর্ড ভিড় চিড়িয়াখানায় ! চলতি সপ্তাহ থেকেই পুলিশি নজরদারি বাড়ছে শহরের দর্শনীয় স্থানে

মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন, ‘‘১৮, ১৯, ২০ এই তিন দিনের মধ্যে যে কোনও একদিন আমি সময় (প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার) চেয়েছি। এই তিন দিন আমি থাকব দিল্লিতে, তখন যদি সময় না দেয়, তাহলে দেখা যাবে।’’ সূত্রের খবর, কেন্দ্রের কাছ থেকে বকেয়া পাওনা নিয়ে আলোচনা করতে এই তিনদিনের মধ্যে একদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সময় চেয়েছেন মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বাংলার আবাস যোজনা সহ বিভিন্ন টাকা যেটা দিচ্ছে না কেন্দ্র। আমাদের যে শেয়ার আছে সেই টাকা অন্তত আমাকে দিক। ১৮, ১৯, ২০ তে আমি সময় চেয়েছি।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগের দিন ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে পারেন। সেই বৈঠকে যোগ দেবে কংগ্রেস, ডিএমকে-সহ বিরোধী রাজনৈতিক দলগুলি। শেষ ৫ রাজ্যের ভোটে একমাত্র তেলেঙ্গানা বাদ দিয়ে বাকি ৩ বড় রাজ্যে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। তারপরেই একটি বৈঠকের তারিখ ঠিক করা হয়েছিল। কিন্তু সেই বৈঠক সম্পর্কে জানানো হয়নি বলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সেই তারিখ পিছিয়ে নতুন করে ঠিক করা হয়। ১৯ তারিখ ইন্ডিয়া জোটের বৈঠক হবে। সেই বৈঠকে অংশ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ডিসেম্বরেই মোদি-মমতা বৈঠক! 'ইন্ডিয়া'র মিটিংয়ের পরের দিনই মোদির সঙ্গে বৈঠক মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল