প্রত্যেক পুরসভা ধরে ধরে রিপোর্ট বানানো হয়েছে দলে। শাসক শিবিরে চর্চা, সারা রাজ্যে দিদিকে বলো অভিযানে কোন জনপ্রতিনিধি কেমন কাজ করেছেন, তার ভিত্তিতে ভোট কৌশলী প্রশান্ত কিশোর একটি রিপোর্ট বানিয়েছেন। পাশাপাশি পরিষেবা পৌঁছোনর ক্ষেত্রে পুরপ্রতিনিধিদের কার কী ভূমিকা, সেদিকেও বিলক্ষণ নজর রাখছে দল। এহেন পরিস্থিতিতে বছরের শুরুতেই জেলা সভাপতিদের বিশেষ এই বৈঠকে তৃণমূলনেত্রী কী বলেন, সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।
advertisement
প্রসঙ্গত, শুক্রবারই উত্তরবঙ্গ সফর সেরে কলকাতায় বৈঠক করবেন মমতা। রাজনৈতিক মহলের দাবি, তৃণমূল ভবনের এই বৈঠক থেকেই পুরসভা ভোটের রূপরেখা নিয়ে আলোচনা করতে পারেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়৷
সৌরভ গুহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 24, 2020 1:49 PM IST