TRENDING:

'ওরা রাষ্ট্রপতি শাসন জারি করত...!' এসআইআর প্রসঙ্গে বহরমপুরে বললেন মুখ্যমন্ত্রী! ছুড়ে দিলেন চ্যালেঞ্জও

Last Updated:

Mamata Banerjee: মালদহের পর বৃহস্পতিবার মুর্শিদাবাদে জনসভা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুরে এদিন তাঁর সভা থেকেই এসআইআর আবহে একাধিক তোপ দাগেন তৃণমূলনেত্রী। সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় এসআইআর আবহে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দেন মমতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বহরমপুর: মালদহের পর বৃহস্পতিবার মুর্শিদাবাদে জনসভা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুরে এদিন তাঁর সভা থেকেই এসআইআর আবহে একাধিক তোপ দাগেন তৃণমূলনেত্রী। সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় এসআইআর আবহে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দেন মমতা।
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

বৃহস্পতিবার এসআইআর প্রসঙ্গে ফের সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন তাঁর ভাষণে বলেন, “এসআইআর না-করতে দিলে রাষ্ট্রপতি শাসন জারি করা হত। আমরা অমিত শাহের সেই চালাকি ধরে ফেলেছি।”

আরও পড়ুন: বার্থ সার্টিফিকেট নিতে লম্বা লাইন পুরসভায়…! নাজেহাল পুর কর্তৃপক্ষ, নেওয়া হল বড় উদ্যোগ

সেরা ভিডিও

আরও দেখুন
হাতের কাজের প্রশংসা করেছিলেন প্রাক্তন রাজ্যপাল! বাড়িতেই মিউজিয়াম গড়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক
আরও দেখুন

একইসঙ্গে তাঁর কথায়, “আমরা যদি এসআইআর না করতাম, তাহলে ওরা রাষ্ট্রপতি শাসন করত। আমরা অত বোকা নই। আমরা লড়বো। আমাদের ভাতে মারা যাবে না।” সেই সঙ্গে রাজ্যবাসীকে আশ্বস্ত করে মমতা বলেন, ‘‘এসআইআর নিয়ে ভয় পাবেন না। শুধু নিজেদের নথিগুলো জমা দিন। যদি এসআইআর না করতে দিতাম, তা হলে ভোট না করে ওরা রাষ্ট্রপতি শাসন জারি করত। বুঝেছেন অমিত শাহের চালাকি? আমরা অত বোকা নই বাবুমশাই, গোদিভাই! আমরা করব, লড়ব। আমরা জিতে দেখাব। আমাদের ভাতে মারা যাবে না। সম্পত্তি কেড়ে নেওয়া যাবে না। নিশ্চিন্তে থাকুন, কাউকে বিতাড়িত করতে দেব না।”

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
'ওরা রাষ্ট্রপতি শাসন জারি করত...!' এসআইআর প্রসঙ্গে বহরমপুরে বললেন মুখ্যমন্ত্রী! ছুড়ে দিলেন চ্যালেঞ্জও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল