বৃহস্পতিবার এসআইআর প্রসঙ্গে ফের সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন তাঁর ভাষণে বলেন, “এসআইআর না-করতে দিলে রাষ্ট্রপতি শাসন জারি করা হত। আমরা অমিত শাহের সেই চালাকি ধরে ফেলেছি।”
আরও পড়ুন: বার্থ সার্টিফিকেট নিতে লম্বা লাইন পুরসভায়…! নাজেহাল পুর কর্তৃপক্ষ, নেওয়া হল বড় উদ্যোগ
একইসঙ্গে তাঁর কথায়, “আমরা যদি এসআইআর না করতাম, তাহলে ওরা রাষ্ট্রপতি শাসন করত। আমরা অত বোকা নই। আমরা লড়বো। আমাদের ভাতে মারা যাবে না।” সেই সঙ্গে রাজ্যবাসীকে আশ্বস্ত করে মমতা বলেন, ‘‘এসআইআর নিয়ে ভয় পাবেন না। শুধু নিজেদের নথিগুলো জমা দিন। যদি এসআইআর না করতে দিতাম, তা হলে ভোট না করে ওরা রাষ্ট্রপতি শাসন জারি করত। বুঝেছেন অমিত শাহের চালাকি? আমরা অত বোকা নই বাবুমশাই, গোদিভাই! আমরা করব, লড়ব। আমরা জিতে দেখাব। আমাদের ভাতে মারা যাবে না। সম্পত্তি কেড়ে নেওয়া যাবে না। নিশ্চিন্তে থাকুন, কাউকে বিতাড়িত করতে দেব না।”
advertisement
