প্রসঙ্গত, বাংলার ভোট প্রচারে মমতাকে 'দিদি, ও দিদি' ডাকে আক্রমণ শানিয়েছিলেন মোদি। যা নিয়ে সমালোচনার ঝড়ও উঠেছিল। এরপর ফল প্রকাশের অপ্রত্যাশিত ভরাডুবির পর মমতাকে কোনও শুভেচ্ছা জানাননি মোদি। যা নিয়ে কটাক্ষও করেছিলেন তৃণমূল নেত্রী। এদিন অবশ্য শপথগ্রহণের পরই মমতাকে ট্যুইট করেন মোদি। সেখানে তিনি অবশ্য 'মমতা দিদি' বলে সম্বোধন করেন তিনি।
advertisement
আর পাল্টা ট্যুইটে মমতা লেখেন, 'ধন্যবাদ নরেন্দ্র মোদিজি আপনার শুভেচ্ছার জন্য। পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রের সর্বত সাহায্যের দিকে আমি তাকিয়ে আছি। আমি আমার তরফে সমস্ত সহযোগিতা বাড়িয়ে দেব এই মহামারী রুখতে এবং কেন্দ্র-রাজ্য সুসম্পর্কের নতুন দৃষ্টান্ত স্থাপন করতে।'
রাজনৈতিক মহলের মতে, এবারের নির্বাচনে মমতার বিরুদ্ধে কেন্দ্রের সঙ্গে অসহযোগিতা, কেন্দ্রীয় প্রকল্প চালু না করা সহ একাধিক অভিযোগ তুলে ভোট প্রচারে গিয়েছিল বিজেপি। মমতারও পাল্টা অভিযোগ ছিল, রাজ্যের প্রাপ্য টাকা না দেওয়ার বিষয়ে। ফলে অবশ্য বোঝা যাচ্ছে, বিজেপির অভিযোগ ধোপে টেকেনি। এই পরিস্থিতিতে ক্ষমতায় এসে মমতার কেন্দ্র-রাজ্য সুসম্পর্কের বার্তা দেওয়া কৌশলী চাল বলেই মনে করছে ওয়াকিবহল মহল।