TRENDING:

Mamata Banerjee on price hike: 'নামেই ঢ্যাঁড়শ, তারও এত দাম!' কোন কোন সবজির আগুন দামে অবাক মমতাও?

Last Updated:

এ দিন আলু এবং পেঁয়াজের দাম নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷ আলুর দাম কমাতে কোল্ড স্টোরেজ থেকে মজুত করে রাখা আলু ছাড়ারও নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অগ্নিমূল্য বাজার৷ শাক সবজির দাম আমজনতার নাগালের বাইরে৷ মঙ্গলবার নবান্নে মূল্যবৃদ্ধি নিয়ে বৈঠক করে দশ দিনের মধ্য দাম কমানোর জন্য সময় বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
সবজির চড়া দামে বিস্মিত মুখ্যমন্ত্রীও৷
সবজির চড়া দামে বিস্মিত মুখ্যমন্ত্রীও৷
advertisement

মুখ্যমন্ত্রী বলেন, ‘পটল ৩৫ টাকা, বাপ রে বাপ! করলা ভাজলেই এইটুকু হয়ে যায়৷ তার দামও ৭৫ টাকা৷ ঢ্যাঁড়শ, নামটাই ঢ্যাঁড়শ, তারও এত দাম! লোকে খাবে কী?’ এর পাশাপাশি শশা, টম্যাটো, ঝিঙে, কাঁচালঙ্কার মতো সবজির চড়া দাম নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ গত বছর এই সময় বাজার দরের সঙ্গে তুলনা টেনে মুখ্যমন্ত্রী বলেন, গত বছর শশা ছিল ৬০ টাকা, এবার ৭৫ টাকা৷ বেগুনের দাম এত বেশি কেন? আলু আগের বছর ছিল ২২ টাকা, এবার ৩৫ টাকা৷’ মুখ্যমন্ত্রীর অবশ্য দাবি, অন্যান্য রাজ্যে দাম আরও অনেক বেশি৷

advertisement

সবজির দামবৃদ্ধির জন্য অবশ্য কেন্দ্রীয় সরকারকেও দুষেছেন মুখ্যমন্ত্রী৷ মমতা বলেন, ‘শেষ দশ দিনে দামটা প্রচুর বেড়েছে৷ নতুন সরকার ক্ষমতায় আসার পর৷ হয়তো নির্বাচনী বন্ডে টাকা তুলেছে, পার্টি ফান্ডে দিয়েছে৷’

আরও পড়ুন: ‘বিজেপিতে যোগ দিতে চান কুণাল’, দাবি কল্যাণের! রাত আটটায় ফের বোমা ফাটাবেন তৃণমূল নেতা

এর পাশাপাশি এ দিন আলু এবং পেঁয়াজের দাম নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷ আলুর দাম কমাতে কোল্ড স্টোরেজ থেকে মজুত করে রাখা আলু ছাড়ারও নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘এখনও হিমঘরে ৪৫ লক্ষ মেট্রিক টন আলু মজুত রয়েছে৷ নতুন আলু আবার উঠবে জানুয়ারি মাসে৷ ২৫ শতাংশ আলু রেখে বাকি আলু আস্তে আস্তে বাজারে ছেড়ে দিন৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

স্থানীয় ভাবে পেয়াঁজ উৎপাদন হওয়া সত্ত্বেও কেন পেয়াঁজের দাম বাড়ছে, সেই প্রশ্ন তুলেছেন মমতা৷ পেয়াঁজের জন্য নাসিকের উপরে নির্ভরতাও কমানোর উপরে জোর দিয়েছেন তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, বেশি মুনাফার লোভে সবজি অন্য দেশে পাঠিয়ে দিচ্ছে৷ আমার নিজের রাজ্যের চাহিদা না মিটিয়ে অন্য দেশে জিনিস পাঠানো যাবে না৷ এটা তো কৃষি মন্ত্রকের দেখা উচিত৷ শাক সবজির দাম কমাতে আগামিকাল থেকেই কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি চাষিদের থেকে সরাসরি সবজি কিনে সুফল বাংলার স্টলে বিক্রি করার পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর কথায়, ‘এটা করলেই দশ দিনে দাম আগের অবস্থায় চলে আসবে৷ উপায় যখন আছে তখন ব্যবস্থা নেবেন না কেন?’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on price hike: 'নামেই ঢ্যাঁড়শ, তারও এত দাম!' কোন কোন সবজির আগুন দামে অবাক মমতাও?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল