বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের বৈঠকে এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “বিজেপি ও কেন্দ্রীয় সরকার নানান ভাবে আমাদের বিরুদ্ধে নানান ভাবে অপপ্রচার করছে। তার জন্য আমাদের সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে হবে।” মুখ্যসচিব স্বরাষ্ট্র সচিবের উপস্থিতিতেই এমন বলেন মুখ্যমন্ত্রী।
“সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমরা সেই জন্যেই বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছি।” বৈঠকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে এমনই খবর। সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
আরও পড়ুন: ‘পরিবহণ মন্ত্রীর কাজের অভিজ্ঞতাই নেই’! প্রবল ক্ষুব্ধ মমতা, নিশানায় মলয় ঘটকও
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনেই এই ঘোষণা করেছেন তিনি। এর আগে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। মুখ্যমন্ত্রী নতুন করে এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণা করেন।
আরও পড়ুন: সোনার গয়না পড়ে রাস্তায় বেরোচ্ছেন! সাবধান! আপনার সঙ্গেও ঘটতে পারে এই ঘটনা
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
উল্লেখ্য, বাম আমলে রাজ্যে কোনও ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিল না। ক্ষমতায় আসার পর এই দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল শাহরুখের কাঁধে। এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে নিয়োগপত্র তুলে দেন মমতা। নতুন দায়িত্ব হাসিমুখেই গ্রহণ করতে দেখা যায় সৌরভকে। এবার তাঁকে নিয়ে নানা পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।