TRENDING:

Mamata Banerjee Abhishek Banerjee: 'লোকসভার আগে অভিষেককে নাকি গ্রেফতার করা হবে', গোপন 'মেসেজের' কথা তুলে আক্রমণ মমতার

Last Updated:

Mamata Banerjee Abhishek Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার আগেই মঞ্চ থেকে একের পর এক আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্যের একাধিক দুর্নীতিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে আক্রমণ শানাচ্ছে বিরোধীরা। এমনকী ইতিমধ্যেই একাধিকবার ইডি-র জিজ্ঞাসাবাদের মুখেই পড়েছেন অভিষেক। এই পরিস্থিতিতে কলকাতার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভামঞ্চ থেকে সোমবার বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বময় নেত্রীর কথায়, ”কালকে একজন মেসেজ দিচ্ছে। অভিষেককে ২০২৪ সালের লোকসভা ভোটের আগে গ্রেফতার করা হবে। কেন ভাই! অভিষেক কী করেছে? অনেক সরকার দেখেছি, এমন প্রতিহিংসাপরায়ণ সরকার দেখিনি।”
অভিষেককে নিয়ে বিস্ফোরক মমতা
অভিষেককে নিয়ে বিস্ফোরক মমতা
advertisement

এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার আগেই মঞ্চ থেকে একের পর এক আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি চ্যালেঞ্জের সুরে বলেন, ”আমার বিরুদ্ধে এতটুকু যদি প্রমাণ থাকে ইডি, সিবিআইয়ের কাছে,আমি বলছি একটা ফাঁসির মঞ্চ করো। আমি যেদিন এসেছি, তার পরের দিন ইডি-কে রেইড করতে পাঠিয়েছে। আমার অফিসের কম্পিউটারে ১৬ টা ফাইল ডাউনলোড করে এসেছে। আবার পরের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যদি রেইড করত, তাহলে আপনারাই বলতেন কলেজের লিস্ট পাওয়া যেত।”

advertisement

আরও পড়ুন: লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ, বাঁকুড়ায় সৌমিত্র খাঁ-র গাড়ির পিছনে ছুটল যুবকরা! তারপর…

এমনকী অভিষেক যখন বিদেশে চিকিৎসার জন্য গিয়েছিলেন, তখনও বিরোধীরা তাঁর দেশে ফিরে আসা নিয়ে সংশয় প্রকাশ করে কটাক্ষও করেছিলেন। সেই প্রসঙ্গ তুলেও তিনি বলেন, ”আমি চিকিৎসার জন্য বাইরে গেছি। এমনভাবে তোলা হল যে, আমি ফিরব না। আমার পদবি মোদি, মাল্য নয়, আমার পদবি চোকসি নয়, আমার পদবি বন্দ্যোপাধ্যায়। মাথা উঁচু করে লড়াই করতে জানি।”

advertisement

আরও পড়ুন: ইডির ডাক ‘অতীত’, দলের মঞ্চে আত্মবিশ্বাসী সায়নী ঘোষ! চলবেন অভিষেকের নির্দেশেই

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এদিন, সভামঞ্চ থেকে অভিষেক বলেন, ”আগামিদিনে ওদের জামানত বাজেয়াপ্ত করতে হবে। যারা বলেছিল অভিষেককে ঢুকতে দেবে না, মনে আছে, আমাকে বনগাঁয় ঢুকতে দেয়নি। কেন্দ্রের মন্ত্রী শান্তনু ঠাকুর আমাকে মন্দিরে ঢুকতে দেয়নি। নিজের বুথে হেরেছে। চমকানো দিলীপ ঘোষ নিজের বুথে হেরেছে। এখনকার বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার যে গ্রামটা দত্তক নিয়েছিলেন, সেই গ্রামটা হেরেছে। যারা নিজের বুথে জিততে পারবে না, তারা বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন।”

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee Abhishek Banerjee: 'লোকসভার আগে অভিষেককে নাকি গ্রেফতার করা হবে', গোপন 'মেসেজের' কথা তুলে আক্রমণ মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল