এ দিন বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রথমে ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা নিয়ে কেলেঙ্কারির বিষয়ে সরব হন মুখ্যমন্ত্রী৷ এর পরই স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে দুর্নীতির অভিযোগেও সরব হন তিনি৷
আরও পড়ুন: হাতে সংবিধান, প্রথমবার সাংসদ হিসেবে শপথ নিলেন প্রিয়াঙ্কা গান্ধি!
মুখ্যমন্ত্রী বলেন, ‘অপ্রিয় সত্যি কথা বলতে নেই। যেহেতু আরজি কর কেসটা বিচারাধীন, তাই আমি এ নিয়ে কিছু বলছি না। অনেকেই স্বাস্থ্য সাথীর টাকা নিয়ে চিকিৎসা করান৷ কিন্তু স্বাস্থ্য সাথীর টাকার যারা অপব্যবহার করছে, তাদের শাস্তি হবে৷ চোরের মায়ের বড় গলা৷ আমি আরও ভালোভাবে তদন্ত করছি। এটা জনগণের টাকা। আমরা ভালো করে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেব৷’
advertisement
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চলাকালীন চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে স্বাস্থ্য সাথী কার্ডের টাকা বেআইনি ভাবে আত্মসাৎ করার অভিযোগ করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷ যদিও স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এখনও এ বিষয়ে সরকারি ভাবে কিছু প্রকাশ্যে আনা হয়নি৷ তবে মুখ্যমন্ত্রীর এ দিনের মন্তব্যের পর বিষয়টি অন্য মাত্রা পেল৷