TRENDING:

Mamata Banerjee on RG Kar incident: 'অপ্রিয় সত্যি কথা বলতে নেই!' আরজি কর কাণ্ড টেনে বিধানসভায় বিস্ফোরক মমতা

Last Updated:

আরজি কর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চলাকালীন চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে স্বাস্থ্য সাথী কার্ডের টাকা বেআইনি ভাবে আত্মসাৎ করার অভিযোগ করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আরজি কর কাণ্ডের বিচার চলছে সুপ্রিম কোর্টে৷ তাই সরাসরি সেই ঘটনা নিয়ে মুখ না খুললেও বিধানসভা থেকে নাম না আন্দোলনরত চিকিৎসকদের একাংশকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী৷ মূলত স্বাস্থ্য সাথী কার্ডের অপব্যবহার করে চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ শাসক দলের পক্ষ থেকে তোলা হয়েছিল, এ দিন মুখ্যমন্ত্রীর মুখে সেই সুরই শোনা গিয়েছে৷ ইঙ্গিতপূর্ণ ভাবে মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, ‘অপ্রিয় সত্যি কথা বলতে নেই।’
আরজি কর কাণ্ডের রেশ টেনে কী বললেন মমতা?
আরজি কর কাণ্ডের রেশ টেনে কী বললেন মমতা?
advertisement

এ দিন বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রথমে ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা নিয়ে কেলেঙ্কারির বিষয়ে সরব হন মুখ্যমন্ত্রী৷ এর পরই স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে দুর্নীতির অভিযোগেও সরব হন তিনি৷

আরও পড়ুন: হাতে সংবিধান, প্রথমবার সাংসদ হিসেবে শপথ নিলেন প্রিয়াঙ্কা গান্ধি!

মুখ্যমন্ত্রী বলেন, ‘অপ্রিয় সত্যি কথা বলতে নেই। যেহেতু আরজি কর কেসটা বিচারাধীন, তাই আমি এ নিয়ে কিছু বলছি না। অনেকেই স্বাস্থ্য সাথীর টাকা নিয়ে চিকিৎসা করান৷ কিন্তু স্বাস্থ্য সাথীর টাকার যারা অপব্যবহার করছে, তাদের শাস্তি হবে৷ চোরের মায়ের বড় গলা৷ আমি আরও ভালোভাবে তদন্ত করছি। এটা জনগণের টাকা। আমরা ভালো করে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেব৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চলাকালীন চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে স্বাস্থ্য সাথী কার্ডের টাকা বেআইনি ভাবে আত্মসাৎ করার অভিযোগ করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷ যদিও স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এখনও এ বিষয়ে সরকারি ভাবে কিছু প্রকাশ্যে আনা হয়নি৷ তবে মুখ্যমন্ত্রীর এ দিনের মন্তব্যের পর বিষয়টি অন্য মাত্রা পেল৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on RG Kar incident: 'অপ্রিয় সত্যি কথা বলতে নেই!' আরজি কর কাণ্ড টেনে বিধানসভায় বিস্ফোরক মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল