আরও পড়ুনঃ মুরগির মাংসের এই অংশটি ভীষণ ‘ক্ষতিকারক’! জিভে জল এলেও ভুলেও দাঁতে কাটবেন না, কারণ জানলে আজই ছাড়বেন
তিনি আরও বলেন, ‘ কলকাতার গঙ্গা বন্দরের আওতায়, হলদিয়াতে পলি জমেছে। ড্রেজিং হয় না। জল ধারণ ক্ষমতা কমেছে। এক লক্ষ ধরছে, আর চার লক্ষ আমাদের ঘাড়ে ছেড়ে দিচ্ছে। এতে মানুষের সমস্যা বাড়ছে। বন্যায় ফসল, বাড়ি ভেসে যাচ্ছে। যাদের কাজ করার কথা, তারা সেটা করছে না।’
advertisement
মঙ্গলবারের অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায় সারা বিশ্বের দূষণ নিয়েও তাঁর চিন্তা প্রকাশ করেন। তিনি বলেন, ‘পরিবেশ দূষণ থেকে সবাইকে রক্ষা করতে হবে। সবকিছু যেন ভাল থাকে। পরিবেশ দূষণ থেকে মানুষকে মুক্ত করতে হবে। কেন্দ্র ইদানিং স্ট্রাকচার চেঞ্জ করছে। ফেডারেল স্ট্রাকচার চেঞ্জ করছে। রাজস্থান আর গুজরাতে দেখুন দূষণের মাত্রা। ওদের ওখানে বন্দর আছে। আমাদেরও আছে। কিন্তু বন্দর ড্রেজিং করে না।’
তিনি আরও বলেন, ‘রাজস্থানে দূষণ এর মাত্রা কত? রুল তৈরি করবে স্টেট govt, কেন্দ্র নির্দেশ দিতে পারে। কিন্তু রাজ্য রুল তৈরি করতে পারে। আমরাই প্রথম রাজ্য ২০১১ সালের আগে একটা ম্যানিফেস্টো করেছিলাম, আমরা ইতিমধ্যই সাড়ে ৪ লক্ষ জল ধরো জল ভর প্রকল্প করেছি।’