প্রধানমন্ত্রী আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উদ্বোধন করবেন দিল্লিতে তার আগেই মুখ্যমন্ত্রী নেতাজির স্ট্যাচুতে শ্রদ্ধা নিবেদন করেন আজ। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "আমাকে আন্ডার সেক্রেটারি মারফত একটি চিঠি পাঠানো হয়। দিল্লিতে নেতাজির স্ট্যাচু উদ্বোধন নিয়ে আমাদের কিছু জানানোই সেভাবে হয়নি। মুখ্য সচিব উত্তর দিয়েছেন।" একজন মুখ্যমন্ত্রীকে নিয়ম মেনে আমন্ত্রণ জানানো হয়নি কেন সেই প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্র্রী।
advertisement
মমতার প্রশ্ন, "এতো রাগ কীসের? একজন মন্ত্রীকে দিয়ে কেন আমন্ত্রণ পাঠানো হল না? এটা আমাদের রাজ্যের সম্মানের প্রশ্ন।" মমতার কথায়, "আমরা যেন চাকর-বাকর। ওদের আগেই আমি নেতাজির মূর্তিতে মাল্যদান করে এলাম। দিল্লির অনুষ্ঠান আমি বাংলায় উদ্বোধন করে এলাম।'মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রের সেই চিঠির পালটা চিঠিও ইতিমধ্যেই চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি নেতাজির জন্মবার্ষিকীতে তাঁর হলোগ্রাম স্ট্যাচুর উদ্বোধনও করেন মোদি। কথা ছিল ১৫ আগস্টের মধ্যে গ্রানাইটের মূর্তির উদ্বোধন হবে। যদিও শেষ পর্যন্ত তা হয়নি। মাঝে হলোগ্রামেরও খোঁজ মিলছিল না। যা নিয়ে আগেও সরব হয়েছে তৃণমূল। এদিন মুখ্যমন্ত্রী ফের বলেন, ‘ওরা তো নেতাজির মূর্তি ভেঙে দিয়েছে দিল্লিতে।’
মমতা আরও বলেন, "বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়েছেন দিল্লিতে। আমাদের তো কিছু জানানো হয়নি? আমার সঙ্গে তাঁর খুব ভালো সম্পর্ক। কিন্তু আমাকে তো আমন্ত্রণ জানানো হয়নি। তাই আমি আজ আগেই শ্রদ্ধা জানিয়ে এসেছি নেতাজিকে। দিল্লি তো জানাবেই। তার আগে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা।"