TRENDING:

'ইতনা গুস্সা কিউঁ হ্যায়? পিন্টু বাবুর এত রাগ কেন...?' কাকে ছুড়লেন প্রশ্নবাণ...? নারীদিবসে 'গর্জন' মমতার!

Last Updated:

Mamata Banerjee: নারীদিবসের মঞ্চ থেকে চরম হুঙ্কার শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির এত রাগ কেন? বাংলা নিয়ে সরাসরি ছুড়ে দিলেন প্রশ্ন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নারীদিবসের মঞ্চ থেকে চরম হুঙ্কার শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির এত রাগ কেন? বাংলা নিয়ে সরাসরি ছুড়ে দিলেন প্রশ্ন। বৃহস্পতিবার নারী দিবসের কর্মসূচি স্বরূপ বাংলার মা-বোনেদের নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিশেষ মিছিল আয়োজন করা হয়। আর সেই মিছিলের মঞ্চ থেকেই একের পর এক বিজেপিকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

মমতার কথায়, “বাংলা নিয়ে এত গুসসা কেন? বাংলাকে নিয়ে এত বদনাম করার দরকার কী? কাল ও বিজেপি বলে গেল এখানে নাকি মহিলারা নির্যাতিত হয় আমি চ্যালেঞ্জ করে বলেছি এখানে মহিলার সব থেকে বেশি করে নিরাপদ। আমি বিজেপিকে বলি বাংলা নিয়ে আপনাদের এত রাগ কেন?” এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম না করে মমতার কটাক্ষ,”গতকাল বলে গেলেন মহিলারা নাকি এখানে সবচেয়ে বেশি নির্যাতিতা হন। আমি চ্যালেঞ্জ করছি। বাংলা সবচেয়ে বেশি সুরক্ষিত।”

advertisement

আরও পড়ুন: ‘অনেকে ভুয়ো ‘সন্দেশ’ দিয়েছেন’, নারীদিবসের মঞ্চ থেকে সন্দেশখালি নিয়ে বিরোধীদের বার্তা মমতার

আরও পড়ুন: ক্যালেন্ডার থেকে ভ্যানিশ দশ দশটি দিন…? বিশ্বজুড়ে তোলপাড়! কী হয়েছিল জানেন? শুনলে চমকে যাবেন!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী-সহ একাধিক প্রকল্প নিয়ে মঞ্চ থেকে এদিন সোচ্চার হন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে, ইডি সিবিআই-সহ একাধিক ইস্যু তুলে ক্ষোভে ফেটে পড়ে মমতা আরও বলেন, “বিজেপিকে আমি বলি পিন্টু বাবু। পিন্টু বাবুর এত রাগ কেন? নির্বাচনের আগে বলবে সিএএ হবে। আমরা এখানে আধার কার্ড কাটতে দেব না। এনআরসি-ও করতে দেব না। মতুয়াদের যে ভাগ করার রাজনীতি, ত আমরা মানব না। NRC করতে দেব না। উত্তরবঙ্গ,পশ্চিমবঙ্গ ভাগ আমরা মানব না।”

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
'ইতনা গুস্সা কিউঁ হ্যায়? পিন্টু বাবুর এত রাগ কেন...?' কাকে ছুড়লেন প্রশ্নবাণ...? নারীদিবসে 'গর্জন' মমতার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল