advertisement
কী লিখলেন তিনি? মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ''ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের নিয়ে আমি খুব চিন্তিত। জীবন অনেক মূল্যবান। তাদের ফিরিয়ে আনতে এত সময় লাগছে কেন? এ বিষয়ে প্রয়োজনীয় কাজগুলো আগে করা হয়নি কেন? তাঁর সংযোজন, ''আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি, অবিলম্বে পর্যাপ্ত সংখ্যক ফ্লাইটের ব্যবস্থা করা হোক এবং যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত পড়ুয়াদের ফিরিয়ে আনা হোক।''
আরও পড়ুন: পুরভোটের ফলের পরই একটা ছোট্ট ট্যুইট, তাতেই শোরগোল ফেললেন লকেট! তাহলে কি...
আগে অবশ্য এই ইস্যুতে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ''আমি সরকারের সমালোচনা করতে চাই না। বিশেষ করে পররাষ্ট্র বিষয়ে আমরা সবাই এক অবস্থানে। কিন্তু কখনও সখনও আমি দেখতে পারছি, বিদেশ নীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলির ক্ষেত্রে কিছু সমন্বয়ের অভাব থেকে যায় এবং রাজনৈতিক কারণে আমরা পিছিয়ে পড়ি। আর ইউক্রেনে আমাদের ছাত্ররা এখন আটকে আছেন।''
আরও পড়ুন: ইউক্রেনের পারমাণবিক প্ল্যান্টে হামলা রাশিয়ার! এবার ভয়াবহ বিপর্যয়? হার মানবে চেরনোবিল?
এর আগে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানো নিয়ে সর্বদল বৈঠক ডাকার পরামর্শ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে প্রধানমন্ত্রীকে তিনি লিখেছিলেন, ‘যুদ্ধের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। আন্তর্জাতিক শান্তিরক্ষায় আমাদের ভূমিকা বরাবরের মতোই একই থাকুক। ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় সরকারের উদ্যোগের পাশেই থাকবে পশ্চিমবঙ্গ। এই বিষয়ে আপনি সর্বদল বৈঠক ডাকুন। বর্তমান পরিস্থিতিতে সমস্ত রাজনৈতিক বিরোধিতা ভুলে সব দলকে এক হতে হবে। ভারত যাতে বিশ্বের দরবারে মাথা উঁচু করে থাকতে পারে, তা নিশ্চিত করতে হবে আমাদের সকলকে।'' কিন্তু এখনও এ বিষয়ে সর্বদল বৈঠক হয়নি। এবার তাই ট্যুইটারে কেন্দ্রকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়।