পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে এই সম্মেলন চলছে। সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় মোদী বাংলার পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিরুদ্ধে কার্যত সন্ত্রাসের অভিযোগ তোলেন। তার কয়েক ঘণ্টার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অডিও বার্তা প্রকাশ্যে আসে।
অডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন টিম ইন্ডিয়া প্রসঙ্গে তিনি প্রমাণ ছাড়া যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন। তিনি চাইছেন গরিব মানুষ মারা যাক। দেশের মৃত্যু হোক। সাধারণ মানুষ দুর্ভোগে থাকুক। শুধুমাত্র বিজেপি থাকবে। তিনি তার মতাদর্শ নিয়ে মানুষের কাছে পৌঁছাতে পারছেন না।”এরপরেই দুর্নীতির কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
তিনি বলেন ” আপনি কখনই দুর্নীতির অভিযোগ তুলতে পারেন না। কারন আপনি নিজেই অনেক বিষয় ঘিরে আছেন। যেমন পিএম কেয়ার ফান্ড,রাফাল চুক্তি, দেশের প্রতিরক্ষা কারখানা বিক্রি করে দিচ্ছেন,রাষ্ট্রত্ত্ব সংস্থা বিক্রি করে দিচ্ছেন।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিন আরও অভিযোগ করেন “নোট বাতিল করা হয়েছে নোট বন্দির নামে। আপনি নিজের এবং নিজের পার্টির স্বার্থে ২০০০ টাকার নোট বাতিল করেছেন। আপনি সবসময় মানুষকে বোকা ভাববেন না। কিছু সময় মানুষকে বোকা বানানোর যায় কিন্তু সব সময় আপনি মানুষকে বোকা বানাতে পারবেন না।”মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন “আপনি আগে নিজের চেহারা দেখুন। আপনি নিজেদের দুর্নীতি পরায়ন লোকেদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেন না। যারা মহিলাদের অসম্মান করে, যারা কুস্তিগীরদের বিরুদ্ধে অন্যায় করে,যারা মনিপুরে অন্যায় করে, সব জায়গায় যারা বিশৃঙ্খলা তৈরি করে তাদের কেউ আপনি রাজনৈতিক বাতাস দিয়ে চলেছেন।”
SOMRAJ BANDOPADHYAY