আজ নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে মমতার হুঙ্কার, “আমি শুনেছি সবচেয়ে বেশি গোরু আর কয়লার টাকা খায় বিএসএফ যারা পাহাড়া দেয় সীমান্ত। কয়লা কাদের নিয়ন্ত্রণে? সি আই এস এফ থাকে ওখানে। গোরু আসে ইউপি, এমপি, রাজস্থান থেকে। তখন টাকা খায় না? তখন কী খাও লজেন্স? আজ আমাদের অনেকে জেলে। তাই নিয়ে খুব হাসছেন। পার্থ, মাণিক, কেষ্ট, বালু জেলে। যখন আপনারা থাকবেন না। তখন কোথায় থাকবেন? সেলে না কোলে?”
advertisement
আরও পড়ুন: ভাত ‘আবার’ গরম করলে কী হয় জানেন…? শুনলে আকাশ থেকে পড়বেন!
রাজনৈতিক সতীর্থদের তথা তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে মমতা বলেন, “যা বলছি শুনে রাখুন। এলাকায় গিয়ে গিয়ে প্রচার করবেন। বারবার এক কথা বলতে হবে।” একইসঙ্গে মোদি তথা বিজেপি সরকারকে তুমুল কটাক্ষ করে বলেন, “একশ দিনের কাজের টাকা দিচ্ছে না। আমাদের থেকে টাকা তুলে নিয়ে যায়। আর টাকা আমাদের। বলছে বাবুর ছবি লাগাতে হবে। বাবুদের নামে স্টেডিয়াম ও মূর্তি হবে। বাথরুম করতে গেলে সেখানেও ছবি দিতে হবে। মেট্রো স্টেশনের রং গেরুয়া করে দিচ্ছে। আমাদের চিঠি দিচ্ছে। বলছে সুস্বাস্থ্য কেন্দ্র গেরুয়া করে দিতে হবে। আমি বলেছি ভাগ, টাকা দিতে হবে না। আর তো তিন মাস আয়ু। ১ ২ ৩ এবার বিদায় দিন।”
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F