জনজাতি সংঘর্ষে গত কয়েকদিন ধরে অগ্নিগর্ভ হয়ে রয়েছে মণিপুর৷ নামাতে হয়েছে সেনা৷ উন্মত্ত জনতার হাতে খুন হয়েছেন আয়কর আধিকারিক, সিআরপিএফ জওয়ান৷ পরিস্থিতি শান্ত করতে দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে মণিপুর সরকার৷ অশান্তি ছড়িয়েছে রাজধানী ইমফলেও৷
আরও পড়ুন: বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে খুন আয়কর অফিসার, কেন অশান্তির আগুনে জ্বলছে মণিপুর?
advertisement
এ রাজ্যের বহু বাসিন্দাই মণিপুরে থাকেন৷ ট্যুইটারে তাঁদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘মণিপুর থেকে সাহায্য চেয়ে মানুষের যে ধরনের বার্তা এবং অনুরোধ পাচ্ছি, তাতে গভীর ভাবে উদ্বিগ্ন৷ মণিপুরের বাসিন্দা এবং সেখানে বসবাসকারী অন্যান্য রাজ্যের যে বাসিন্দারা অশান্তিতে আটকে পড়েছেন, তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন৷ পশ্চিমবঙ্গ সরকার মানুষের পাশে দাঁড়াতে দায়বদ্ধ এবং মণিপুর সরকারের সঙ্গে সমন্বয় রেখে যাঁরা আটকে পড়েছেন তাঁদের উদ্ধার করবে৷ অসহায় মানুষকে সাহায্যের জন্য মুখ্যসচিবকে সেই নির্দেশ দেওয়া হয়েছে৷ আমরা মানুষের সঙ্গে সবসময় আছি৷ প্রত্যেকের কাছে শান্তি বজায় রাখার জন্য অনুরোধ করছি৷’
এই ট্যুইটের সঙ্গেই তিনটি হেল্পলাইন নম্বর দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি জানিয়েছেন, মণিপুর থেকে সাহায্য চেয়ে যে কেউ এই নম্বরগুলিতে ফোন করতে পারেন৷ নম্বরগুলি হল, ০৩৩-২২১৪৩৫২৬, ০৩৩-২২৫৩৫১৮৫৷
গতকালও মণিপুরের অবস্থা নিয়ে ট্যুইট করে উদ্বেগ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মণিপুরের রাজ্যপাল দেখামাত্র গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন, তা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী৷ মণিপুরের পরিস্থিতি শান্ত করার দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব৷