TRENDING:

Mamata Banerjee: পরিস্থিতি আরও ভয়াবহ! কালিম্পংয়ে সেনা নামাতে বললেন মুখ্যমন্ত্রী, ভয়ে কাঁপছে উত্তরবঙ্গ

Last Updated:

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী এদিন বৈঠকে বলেন, পাহাড়ি জেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনার সাহায্য নেওয়ার কথা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সিকিমে জলাধার ফেটে গিয়ে জলের তোড়ে ভেসে গিয়েছে বিপুল এলাকা৷ বেশিরভাগ পাহাড়ি নদীর জল বইছে বিপদসীমার উপর দিয়ে৷ আর তার প্রভাব অবশ্যম্ভাবী ভাবে এসে পড়ছে পাহাড়তলিতেও৷ আর সেই কারণেই উত্তরবঙ্গের একাধিক জেলা নিয়ে সতর্কতা অবলম্বন করতে চলেছে রাজ্য সরকার৷ বুধবার বর্তমান দুর্যোগের পরিস্থিতি নিয়ে পাহাড়ের জেলা কালিম্পংয়ে সেনা নামানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী৷
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

মুখ্যমন্ত্রী এদিন বৈঠকে বলেন, পাহাড়ি জেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনার সাহায্য নেওয়ার কথা৷ আর সেই কথার প্রেক্ষিতে মুখ্যসচিব সাংবাদিকদের জানালেন আপাতত কালিম্পংয়ে এক কলাম সেনাকে কাজে ব্যবহার করা হবে৷ একদিকে পাহাড়ের হ্রদ ফেটে যাওয়ায় বিপদসীমার উপর দিয়ে বইয়ে তিস্তা নদী, সিকিমের সঙ্গে সড়ক যোগাযোগে সমস্যা দেখা দিয়েছে৷ খবর মিলেছে, হড়পা বানের তোড়ে ২৩ জন সেনা নিখোঁজ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখনও পর্যন্ত তিনটি দেহ উদ্ধার করা হয়েছে৷ সব মিলিয়ে পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, তার ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার৷

advertisement

মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘‘সিকিমে মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে৷ রাত তিনটের সময় খবর এসেছে৷ তারপর থেকে উদ্ধারকাজ শুরু হয়েছে৷ কালিম্পংয়ে প্রচুর ক্ষতি হয়েছে৷ সিকিমের সঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে৷ রাত থেকে আমি নজরদারি করছি৷ আমরা ভারতীয় সেনার সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে৷ ও দিকে ডিভিসিতে প্রচুর পরিমাণে জল জমে আছে৷ সেখানেও আশঙ্কা তৈরি হয়েছে ক্ষতি হওয়ার৷ আমরা একটু কম করে জল ছাড়তে বলেছি৷’’

advertisement

আরও পড়ুন- Kolkata Rain Update: রাতভর প্রবল বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন আবহাওয়ার কী পূর্বাভাস, জেনে নিন

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

পাশাপাশি, মুখ্যন্ত্রী বলেছেন, ‘‘আমরা কয়েকজন মন্ত্রীকে আলাদা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দায়িত্ব দিচ্ছি৷ এ ছাড়া আমি বাড়ি থেকে ২৪ ঘণ্টা বিষয়টির উপর নজরদারি চালাব৷ পাশাপাশি, যাঁরা লো ল্যান্ড অর্থাৎ নীচু জমিতে আছেন, তাঁদের বলছি আপনারা রিলিফ ক্যাম্পে আসুন৷ আর মৎস্যজীবীদের অনুরোধ আপনারা এখনই মাছ ধরতে যাবেন না৷’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: পরিস্থিতি আরও ভয়াবহ! কালিম্পংয়ে সেনা নামাতে বললেন মুখ্যমন্ত্রী, ভয়ে কাঁপছে উত্তরবঙ্গ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল