এখানেই শেষ নয়, মমতার আক্রমণ, ''রাষ্ট্রপতি নির্বাচন আছে। ১ লাখ ভোটে পিছিয়ে আছে ওরা। তাই তারা এই সময়কে বেছে নিলেন। সিবিআই কেসে সবাইকে অ্যারেস্ট করাচ্ছে। যদিও আমাদের পার্টের ২০০ জনকে নোটিশ দিয়েছে। টাকার কোনো লিমিটেশন নেই। এটা কি কোনো দুর্নীতি নয়?''
আরও পড়ুন: আসানসোল সেল গ্যাসের বিশাল সম্ভাবনা! বাম আমলের নয়াচর চুক্তি বাতিল ঘোষণা মমতার
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ''অসমের বদলে এ রাজ্যে পাঠাতে পারতেন। আমি তাদের ভালো পরিষেবা দিতাম। আমি গণতন্ত্র নিয়ে সন্দেহের মধ্যে আছি। আমরা বিচার চাই। উদ্ধব ঠাকরের জন্য বিচার চাই। একটা রাজ্য সরকারের বিচার হওয়া দরকার বলে আমি মনে করি। অনৈতিক ভাবে সরকার ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে।''
আরও পড়ুন: নবান্ন যাওয়ার পথে হঠাৎ এসএসকেএম-এ মুখ্যমন্ত্রী! কেন? গুঞ্জন শুরু নানা মহলে
এখনও পর্যন্ত যা খবর পাওযা গিয়েছে, তাতে একনাথ শিন্ডে দাবি করেছেন, তাঁর দিকে ৪০-এর বেশি বিধায়কের সমর্থন রয়েছে, পাশাপাশি ১৭ জন শিবসেনা সাংসদও তাঁর পক্ষে রয়েছেন বলে দাবি করেছেন তিনি। যদিও সমর্থনের যে পত্র প্রকাশিত হয়েছে, তাতে ৩৪ জন বিধাযকের নাম রযেছে। এ দিকে গুয়াহাটির যে হোটেলে শিবসেনার বিধায়করা রয়েছেন, সেই হোটেলের সামনে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূলের সমর্থকরা।
যদিও শিন্ডের সমর্থনের বিষয়টি নিয়ে ঠাট্টা করেছে এনসিপি। এনসিপির তরফ থেকে নেতা জয়ন্ত পাটিল বলেছেন, অসমে নিজের মতো করে শক্তি প্রদর্শন করতেই পারেন একনাথ। কিন্তু প্রকৃত অর্থে শক্তি প্রদর্শন করতে গেলে তাঁকে মুম্বই আসতে হবে। একনাথ মুম্বই আসুন, এসে নিজের শক্তি প্রদর্শন করুন, তাহলেই ক্ষমতা বোঝা যাবে। জয়ন্ত পাটিল আরও বলেছেন, আমরা সম্পূর্ণ রূপে উদ্ধব ঠাকরের সঙ্গে আছি। আমরা তাঁর সঙ্গে দেখা করেছি, আমরা তাঁকে জানিয়েছি, এনসিপির পূর্ণ সমর্থন আছে তাঁর প্রতি।