TRENDING:

'বামপন্থী বন্ধুরা তৃণমূলে ভোট দিন', বিজেপিকে রুখতে আবেদন মমতার

Last Updated:

মমতার দাবি, বাংলায় বিজেপিকে রোখা দরকার। আর তাই আজ মমতার মুখে বামপন্থীদের প্রশংসাও উঠে আসে। এমনকি ঘাসফুল চিহ্নেই বামপন্থীদের ভোট দিতে অনুরোধ করেছেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: তৃণমূল-কংগ্রেসের ইস্তেহার প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্তেহার প্রকাশে মমতা এদিন একতা ও সম্প্রীতি বজায় রাখার বার্তা দিয়েছেন। তাঁর মতে, ভেদাভেদ নয়। সকলে মিলেমিশে কী ভাবে থাকতে হয় তার প্রমাণ বাংলা দিয়েছে। এর পরেই ফের বিজেপিকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী।
advertisement

মমতার দাবি, বাংলায় বিজেপিকে রোখা দরকার। আর তাই আজ মমতার মুখে বামপন্থীদের প্রশংসাও উঠে আসে। এমনকি ঘাসফুল চিহ্নেই বামপন্থীদের ভোট দিতে অনুরোধ করেছেন তিনি। মমতা বলছেন, "যে বামপন্থী বন্ধুরা নো ভোট টু বিজেপি বলছেন, তাঁদের আমি অভিনন্দন জানাই। সঙ্গে এটাও জানাই, বামপন্থী বন্ধুদের কাছে আবেদন করব, অন্যদলকে দিয়ে ভোট যেন নষ্ট না করেন। তৃণমূলকে যেন ভোটটা দেন।"

advertisement

এদিন সংবাদমাধ্য়মের সামনে মমতা নিজের প্রকল্পগুলি সম্পর্কেও কথা বলেন। তাঁর কথায়, "যে কাজ গুলো করেছি সেগুলো গোটা পৃথিবীতে নজর কেড়েছে। কন্যাশ্রী পুরষ্কার পেয়েছে। সবুজ সাথী সম্মান পেয়েছে। কর্ম সংস্থান করেছি। ১০০ দিনের কাজে আমার ১ নম্বর। লক ডাউন এ আমাদের বাইরে যারা কাজ করতেন তাদের খাবার থেকে কাজের ব্যাবস্থা করেছি। আমরা সবাই কে নিয়ে চলতে চাই। বি জে পি কে তাই আটকানো দরকার।"

advertisement

এছাড়াও মুখ্য়মন্ত্রী বলেন ক্ষমতায় এলে রাজ্যের সব পরিবারকে মাসে ৫০০ টাকা করে অনুদান দেবেন। আদিবাসী, তফশিলি, সংখ্যালঘুদের মতো পিছিয়ে পড়া সম্প্রদায় ভুক্ত পরিবারগুলির ক্ষেত্রে এই সাহায্যের পরিমাণ হবে মাসিক ১০০০ টাকা। পরিবারপিছু নূন্যতম আয় বাড়াতেই এই প্রকল্প বলে তিনি জানিয়েছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মমতা আরও বলছেন, "কভিডের জন্যে অনেক পিছিয়ে পড়েছি। তার থেকেও আমরা রেভিনিউ বাড়িয়েছি। বাংলার মানুষের গড় আয় বেড়েছে। বেকারত্ব কমাতে পদক্ষেপ। বিধবা রা ১০০০ টাকা ভাতা। প্রতিবন্ধী ভাতা। দুয়ারে সরকার বছরে ২ বার করে হবে। রেশন বাড়িতে পৌঁছে দেবো। বার্ষিক আয় ৬০০০ টাকা, উপজাতি দের ১২ হাজার টাকা করে করে দেওয়া হবে।"

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
'বামপন্থী বন্ধুরা তৃণমূলে ভোট দিন', বিজেপিকে রুখতে আবেদন মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল