স্বাস্থ্যবিধি মেনে গঙ্গাসাগর মেলার আয়োজন করতে হবে বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ বিশেষ নজরদারি কমিটিও গড়ে দেওয়া হয়েছে৷
সেকথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী এ দিন বলেছেন, 'আপনাদের অনুরোধ, 'বেশি লোক যাবেন না৷ হাইকোর্টের যা নির্দেশ দিয়েছে তা মেনে চলতেই হবে৷ আদালত স্পষ্ট বলে দিয়েছে, আরটি-পিসিআর পরীক্ষা ছাড়া কেউ গঙ্গাসাগরে যেতে পারবেন না৷ আমরা দুঃখিত যে ঘরে ঘরে ওমিক্রন ছড়িয়ে পড়েছে৷ কারও করোনা থাকলে তাঁকে অবশ্যই আলাদা করে রাখুন৷ দরকারে পুলিশের সাহায্য নিন৷ এক গাড়িতে কোনও কোভিড রোগী থাকলে বাকিরাও আক্রান্ত হবে৷ কোভিড বিধি মেনে যতটা ছোট করে সম্ভব মেলার আয়োজন করুন৷ এবারে ছোট করেই মেলা করুন৷'
advertisement
আরও পড়ুন: দেশে করোনা সংক্রমণের হারে শীর্ষে পশ্চিমবঙ্গ, জানাল উদ্বিগ্ন কেন্দ্র
গঙ্গাসাগরে আদালতের রায় লঙ্ঘিত হলে তার দায় বর্তাবে রাজ্য সরকারের উপরেই৷ সেকথা মাথায় রেখেই এ দিন বারবার পুণ্যার্থীদের সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী৷ সাধু- সন্ন্যাসীদেরকে ডবল মাস্ক পরারও পরামর্শ দিয়েছেন তিনি৷
আরও পড়ুন: ভোট দিতে পারবেন করোনা আক্রান্তরাও, আতঙ্কের করোনাকালে জরুরি নির্দেশিকা কমিশনের
মুখ্যমন্ত্রী বলেন, 'প্রতি পরিবারে সবাইকেই স্পর্শ করে যাচ্ছে৷ প্রশাসন, চিকিৎসক, নার্স, দমকল, পুলিশ, সংবাদমাধ্যম থেকে শুরু করে সরকারের প্রত্যেক দফতরের কর্মী জীবন বাজি রেখে কাজ করছেন৷ কেন্দ্রীয় মন্ত্রী থেকে রাজ্যের মন্ত্রী- প্রত্যেকে করোনা আক্রান্ত হচ্ছেন৷ তার পরেও আমাদের সরকারি অফিসার, কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মেলার আয়োজনে সাহায্য করছেন৷ এ বছর দয়া করে বেশি হইহল্লোড় করবেন না৷'
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, করোনা সংক্রমণের কারণেই এ বছর গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সঙ্ঘের স্বেচ্ছাসেবকদের সেভাবে পাওয়া যাবে না৷ একই ভাবে বহু পুলিশকর্মীও করোনা আক্রান্ত৷ সবমিলিয়ে আদালতের নির্দেশ মেনে এবারের গঙ্গাসাগর মেলার আয়োজন যে সরকারের কাছেও কঠিন চ্যালেঞ্জ, এ দিন মুখ্যমন্ত্রীর কথাতেই তা স্পষ্ট৷