কারও নাম না করে মমতার ঝাঁঝাল আক্রমণ, ‘‘অভিষেককে সবসময় হ্যারাস করছে! ওদের কাছে কোনও প্রমাণ নেই। ওরা রাজনীতিতে যুবদের সমর্থন করে না।’’
আরও পড়ুন: ‘লা লিগা’র দেশে যাচ্ছেন মমতা! সৌরভ-সুনীলকে নিয়েই কি ফুটবল কর্তাদের সঙ্গে বৈঠক?
তারপরেই কার্যত হুঁশিয়ারির সুরে মমতাকে বলতে শোনা যায়, ‘‘এটা একটা পলিটিক্যাল ভেনডেটা। গণতান্ত্রিক দেশে… একটা সীমা থাকা উচিত। এইরকম করা উচিত নয়, যেন সেটা আবার ফিরে আসে। এই গুলো করা উচিত নয়। আমি তো কারোর ক্ষেত্রে কিছু করেনি। আমি তো সিপিআইএম-কে একফোঁটাও টাচ করিনি। ওরা ৩৪ বছর ধরে ক্ষমতায় ছিল।’’
advertisement
বিরোধী জোট ইন্ডিয়ার কো অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক হতে চলেছে আগামী বুধবার অর্থাৎ, ১৩ সেপ্টেম্বর। আর ওই কমিটির সদস্য হিসাবে ওই দিন দিল্লিতে বৈঠকে যোগ দেওয়ার কথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু, ওই একইদিনে তাঁকে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠিয়েছে ইডি। অভিষেকের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, ওই দিন ইডি দফতরে হাজিরা দেবেন অভিষেক৷
প্রসঙ্গত, নবজোয়ার যাত্রা চলাকালীন নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-ও তলব করেছিল অভিষেককে। সেই সময় কলকাতার নিজাম প্যালেসে যান অভিষেক।
৯ ঘণ্টা ৪০ মিনিট ধরে তাঁর জিজ্ঞাসাবাদ চলে। পরবর্তীকালেও তাঁকে আবার তলব করা হয়। সেই সময় পঞ্চায়েত ভোটের কারণ দেখিয়ে হাজিরা দেননি তৃণমূল সেকেন্ড ইন কম্যান্ড। তবে তিনি তখনই জানিয়ে ছিলেন এরপরে তদন্তের স্বার্থে তাঁকে ডাকা হলে তিনি নিশ্চই যাবেন। যদিও এদিন তিনি প্রভূত বিস্ময় প্রকাশ করেছেন তলবের তারিখ নিয়ে।