TRENDING:

শপথ-বাক্য বিধিভঙ্গ, মোদি আগে দিল্লি সামলান, হুগলি থেকে পাল্টা মমতার

Last Updated:

চৈতন্যে থেকে রামমোহন রায়-বহু মনীষির স্মৃতিবিজরিত স্থান থেকে প্রার্থী নজিবুল করিমের হয়ে বক্তব্য যেমন রাখলেন, তেমনই নরেন্দ্র মোদির বক্তব্যের বিরুদ্ধে তীব্র তোপ দাগলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#খানাকুল: বেলা দুটো পর থেকে থেকে ঝড়ের পূর্বাভাস, আবহাওয়া বুঝে সাতসকালে হুগলির খানাকুলে সভা করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।  চৈতন্যে থেকে রামমোহন রায়-বহু মনীষির স্মৃতিবিজরিত স্থান থেকে প্রার্থী নজিবুল করিমের হয়ে বক্তব্য যেমন রাখলেন, তেমনই নরেন্দ্র মোদির বক্তব্যের বিরুদ্ধে তীব্র তোপ দাগলেন। প্রধানমন্ত্রী শনিবার বলতে চেয়েছিলেন, জয় নিশ্চিত, তাই সরকারি অফিসারদের উচিত এখন থেকেই কাজ শুরু করে দেওয়া। দু পা এগিয়ে, মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে আসার কথাও  ঘোষণা করে দেন তিনি। প্রত্যয়টা ছিল এমন যে, তিনি ১০০ শতাংশ নিশ্চিত ক্ষমতায় আসছে তাঁর দল। এই ধারণা তৈরির কৌশলকে বিঁধে মমতার উক্তি,  "কাল  বলেছে আমি শপথে আসব। আইন ভেঙে এসব বলেছেন। আগে দিল্লিকে সামলান। আপনার আমার রাজ্যের অফিসারদের এসব বলার অধিকার নেই। আপনি কি ভগবান না সুপার ম্যান!"
advertisement

দেখে নেওয়া যাক মমতা আর যা যা বললেন-

শুরুতেই প্রয়াত সুলতান আহমেদের জন্য রইল বিনম্র শ্রদ্ধা। বললেন,  সুলতান আহমেদ মারা গিয়েছে অনেক দুঃখে। তাই দেখে ইকবালের শরীর খারাপ হয়ে গেছে। এবার আমি তাই ঘরের ছেলেকে  (নজিবুল করিম) দাঁড় করিয়েছি। মানুষের জন্যে কাজ করতে পারবে।

বিজেপির মঞ্চ নিয়ে কটাক্ষ

এত গরম, ধুলোর মধ্যে আমার মিটিংয়ে আসছে লোক। বিজেপির একটা সভায় ৫ কোটির মঞ্চ। আমাদের মতো ছোট দলের পক্ষে তা সম্ভব নয়। তাও মানুষ আমার সভায় আসছে।

advertisement

স্থানীয় সমস্যা নিয়ে

সব বাড়িতে এখানে পানীয় জল পৌছে যাবে। বন্যা এখানের প্রধান সমস্যা। খানাকুল, আরামবাগ, পুরশুড়ায় এই সমস্যা।  এই মহকুমায় বন্যা নিয়ন্ত্রণের জন্যে ৪০ কোটি টাকার কাজ চলছে।

মোদি-শাহ জুটিকে আক্রমণ

মমতার কথায়- নরেন্দ্র মোদি, অমিত শাহ রোজ এখানে এসে মিথ্যা কথা বলে চলেছে। দিল্লিতে ৬ বছর থেকেও বাংলার জন্যে একটা কাজও করেনি। কৃষকদের লিস্ট পাঠানো আছে। ভালো নাটক করতে পারে। আগে খুন করবে তারপর চোখের জল ফেলবে। বাংলাদেশ গেল, দাঙ্গা বাধালো।  রোজ অমিত শাহ পুলিশ অফিসার চেঞ্জ করেছে। আলিপুরদুয়ার, চন্দননগর বদল করল। এরা বদল হল কেন? এরা দেখতে খারাপ? এরা চলতে পারেনা? এরা বাংলার গর্ব। ৫০ আসন পাবেনা তোমরা।

advertisement

ভোট উবাচ

মমতা বলছেন- পুরো হেরে গিছে। কত আসনে জামানত জব্দ হবে। অনেক জায়গায় এজেন্ট নেই। বিজেপির কথা শুনে এজেন্ট নিয়ে সিদ্ধান্ত বদলাল ইসি। বিজেপি নেতাদের ফোন বেরলো তো (মুকুল রায়-শিশির বাজোরিয়া টেপ)।

ভোটের দিনের টিপস 

কড়াভাবে দলীয় কর্মীদের বললেন- কোনও ন্যাকা কান্না শুনব না। না পারলে বসবেন না। ভয় দেখাচ্ছে বললে শুনব না। ইনসাইড বুথ পুলিশ কারও আই ডি চেক করতে পারবে না। পাড়ায় যাদের ঝগড়ুটে মেয়ে বলো তাদের এজেন্ট করে দাও। মহিলারা রাত পাহাড়া দাও। ছেলেরা পিছনে থাকবে। আসামে দিল্লির পুলিশ গিয়ে বরাকে ছাপ্পা ভোট দিয়েছে। এখানে ভয় পাবেন না। আমি বসে আছি, বাঘের বাচ্চা।

advertisement

সাম্প্রদায়িক সম্প্রীতি

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

মমতার কথায়- আমি সাম্প্রদায়িকতার দল করিনা। আমি হিন্দু, মুসলিম নিয়ে চলি। ওই সব পচা দিয়ে হবে না। ওরা বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে। হিন্দু মুসলমান কোনও ভাগাভাগি করবেন না ।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
শপথ-বাক্য বিধিভঙ্গ, মোদি আগে দিল্লি সামলান, হুগলি থেকে পাল্টা মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল