TRENDING:

দলত্যাগের বান ডেকেছে, 'এসব কেন হচ্ছে? আপনার কী মনে হয়?', মুখোমুখি দিদি-পিকে

Last Updated:

দলত্যাগের বান ডেকেছে ৷ দলত্যাগীদের মুখে পিকে-র নাম ৷ প্রশান্ত কিশোরের সংস্থার কর্মকান্ড নিয়ে উগরে দিয়েছেন ক্ষোভ ৷ এবার দিদির সওয়ালের মুখে পিকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শুভেন্দু অধিকারী থেকে শীলভদ্র দত্ত। দলত্যাগী বিক্ষুব্ধদের তালিকা ক্রমাগতই লম্বা হচ্ছে ৷ দলের বেসুরোদের মধ্যে কেউ কেউ আবার প্রস্তুতি নিচ্ছে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ৷ শুভেন্দু অধিকারীর পথে জোড়াফুল ছেড়ে পদ্মের পথে শাসক দলের একের পর এক বিধায়ক, সাংসদ, নেতা ৷ ব্লক স্তর থেকে পঞ্চায়েত কেউই দলত্যাগের উৎসবে যোগ দিতে পিছপা হচ্ছে না ৷ বেসুরো, বিক্ষুব্ধ দলত্যাগীদের সিংহভাগের গলায় শোনা গিয়েছে ভোটকৌশলী প্রশান্ত কিশোরের বিরুদ্ধে উষ্মা ৷ অনেকে দলছাড়ার কারণ হিসেবে দায়ী করেছেন পিকে-এর কর্মকাণ্ডকে ৷ এমন পরিস্থিতিতে কালীঘাটের কোর কমিটির বৈঠকে তৃণমূল সুপ্রিমোর নিশানায় ২১-এর ভোট স্ট্র্যাটিজিস্ট পিকে ৷
advertisement

দলত্যাগের বান ৷ গত কয়েকমাস ধরেই ভাঙন শাসক শিবিরে ৷ শুভেন্দু অধিকারীর সঙ্গে জোড়াফুলের তাল কাটতেই খুলে গিয়েছে দলছাড়ার লকগেট ৷ দাদার অনুগামী থেকে পিকে-এর কাজে বিক্ষুদ্ধদের দল বেঁধে দলত্যাগ ৷ ওয়াকিবহল মহল বলছে, দলত্যাগীদের সব পথ শেষে গিয়েছে মিলছে সেই পদ্মশিবিরেরই ৷ এমন পরিস্থিতিতে ঘরের ভাঙন নিয়ে সরাসরি তৃণমূল নেত্রীর প্রশ্নের মুখে প্রশান্ত কিশোর ৷ সূত্রের খবর, এদিন কালীঘাটের কোর কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় পিকে-এর কাছে জানতে চান কেন এমন পরিস্থিতি ৷ তিনি বলেন, ‘কেনও এইসব হচ্ছে, আপনার কি মনে হয়!’ উত্তরে প্রশান্ত কিশোর জানান, ‘বিজেপি বিভিন্ন ভাবে এজেন্সির ভয় দেখাচ্ছে, অনেকে লোভে পড়েও এইসব করছে।’ এখানেই শেষ নয়, পিকে-র উত্তর শুনে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘দেখুন, বাকিরা যারা আছে, তাদের বোঝান ৷’

advertisement

ভোটকৌশলী প্রশান্ত কিশোরের বিরুদ্ধে এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন বিধায়ক, নেতা পিকে-এর সংস্থা আইপ্যাক-এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই ৷ দলত্যাগী বিক্ষুব্ধ বিধায়ক শীলভদ্র দত্ত বলেন,‘একটা কর্পোরেট সংস্থা বলে দিচ্ছে কী করব ৷ এভাবে কাজ করা যায় না ৷ আইপ্যাকের ছেলেরা এসে বলছে এটা করুন এটা করবেন না ভোটের কথা আপনাকে চিন্তা করতে হবে না ৷ ওটা আমাদের কাজ ৷ জিতিয়ে আনার জন্য তো আমরা টাকা পেয়েছি ৷ এভাবে কী ভোট হয়?’ শুধু শীলভদ্র পদ্মমুখী রাস্তায় হাঁটা অধিকাংশ তৃণমূল ত্যাগীর গলাতেই এই সুর ৷

advertisement

অন্যদিকে কোর কমিটির বৈঠকে এদিন তৃণমূল সুপ্রিমো আরও একবার বুঝিয়ে দেন যত বড় নেতাই হোক না কেন, দল ছেড়ে গেলে কাউকে নিয়ে চিন্তিত নয় তৃণমূল ৷ একইসঙ্গে দলকে এমন পরিস্থিতিতে ইতিবাচক ও আত্মবিশ্বাসী থাকার কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সূত্রের খবর, কোর কমিটির বৈঠকে নেত্রী বলেছেন, ‘কে গেল, কে থাকল তাতে দলের কিছু আসে যায় না ৷ তৃণমূল মোটেই উদ্বিগ্ন নয় ৷ দল অনেক বড়। যাঁরা যাচ্ছে তাঁরা দলের বোঝা হয়ে দাঁড়িয়েছিল। ভাল হচ্ছে ওঁরা নিজেরাই ছেড়ে দিচ্ছে।’

advertisement

লক্ষ্য ২১, বাংলার মসনদের লড়াইতে মাঠ ছাড়তে নারাজ তৃণমূল ৷ দলনেত্রীর বার্তায় স্পষ্ট লড়াইয়ের ময়দানে আর দৃঢ়ভাবে পা রাখতে চলেছে তৃণমূল ৷ দল ভাঙিয়ে মনোবল ভেঙে দেওয়ার স্ট্র্যাটেজির পাল্টা তৃণমূল সুপ্রিমোর বার্তা ৷ সামনে বিধানসভার অগ্নিপরীক্ষা ৷ তার জন্য শীর্ষ নেতৃত্বকে সমস্ত শক্তি দিয়ে নির্বাচনী ময়দানে ঝাঁপানোর পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘তৃণমূলের জেতা নিয়ে কোনও আশঙ্কা নেই ৷ এক ইঞ্চি জমি ছাড়া যাবে না ৷ তৃণমূলের হাতিয়ার উন্নয়ন ৷ উন্নয়নকে অস্ত্র করে ঝাঁপাতে হবে ৷ ২১-এ জিততে তৃণমূল আত্মবিশ্বাসী ৷ মানুষ আমাদের সঙ্গেই আছে তার প্রমাণ দুয়ারে সরকার প্রকল্পের সাফল্য ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আগামিকাল মেদিনীপুরের কলেজ মাঠে অমিত শাহের সামনে সভামঞ্চে বিজেপিতে যোগ দিচ্ছেন জনপ্রিয় জননেতা শুভেন্দু অধিকারী ৷ সঙ্গে রয়েছেন শুভেন্দু অনুগামী তৃণমূল ত্যাগী একঝাঁক তৃণমূল বিধায়ক, নেতা, সাংসদ ৷ তার ১২ ঘণ্টা আগে কালীঘাটের এই বৈঠকে নজর ছিল গোটা রাজ্যের ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
দলত্যাগের বান ডেকেছে, 'এসব কেন হচ্ছে? আপনার কী মনে হয়?', মুখোমুখি দিদি-পিকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল