এদিন কালো পাড়ের শাড়ি পরে বিধানসভায় হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বিধায়কদের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে প্রতিবাদ কর্মসূচিতেও যোগ দেওয়ার কথা তাঁর।
প্রসঙ্গত, ভিক্টোরিয়া হাউজের সামনে আজ কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যে দুর্নীতির অভিযোগ তুলে সরব হতে চলেছে বিজেপি শিবির৷ আর তখনই কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আজই বিধানসভায় অম্বেদকর মূর্তির সামনে অবস্থানে বসবেন তৃণমূলের বিধায়করা।
advertisement
গতকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি ৩০ নভেম্বর পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে। গত সপ্তাহে তৃণমূলের বিশেষ অধিবেশন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে এবার আরও জোরদার আন্দোলনে নামবে তাঁর দল।
তারই প্রেক্ষিতে বিধানসভার অন্দরে অম্বেদকর মূর্তির সামনে অবস্থানে বসে এদিন কেন্দ্রের আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে বলে তৃণমূল সূত্রের খবর। আজ কালো পোশাক পরে আসছেন বিধায়করা। বলা বাহুল্য, মুখ্যমন্ত্রী নিজেও বজায় রাখলেন সেই ধারা৷