BJP | Narendra Modi: এই চিঠি-ই হাতিয়ার! ধর্মতলায় মঞ্চের সামনে একাধিক ‘বঞ্চনা ভাণ্ডার’, ঠিক কী প্ল্যান বঙ্গ বিজেপির?

Last Updated:

বঙ্গ পদ্ম শিবির বারবারই অভিযোগের সুরে বলে, ‘তৃণমূল ঘনিষ্ঠ হলে কিংবা কাটমানির দিলেই তবে কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ দেওয়া হয়েছে। যোগ্যদের বাদ দিয়ে অযোগ্য উপভোক্তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ দেওয়ার ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি করেছে তৃণমূল কংগ্রেসের নেতা- মন্ত্রীরা।’

কলকাতা: ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে আজ বিজেপির মেগা সমাবেশ৷ শাসকদলের কেন্দ্রীয় বকেয়া পাওনার পাল্টা বিজেপির ‘বঞ্চনা অভিযোগ’৷ শাসকদলের আপত্তি, আইনি জটিলতা পেরিয়ে আজ ধর্মতলায় সমাবেশ৷ সমবেশে উপস্থিত থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এছাড়া, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষেরা তো থাকছেনই৷
বিজেপি সূত্রের খবর, এদিনের সমাবেশ ঘিরে একাধিক অভিনবত্ব আনতে চেয়েছে পদ্ম শিবির৷ যেমন, জন সংযোগের কথা মাথায় রেখে বামেদের ‘গণসঙ্গীতের’ কায়দায় ইতিমধ্যেই প্রকাশ হয়েছে বিজেপির নতুন গান৷ পাশাপাশি, মঞ্চের ঠিক পাশে রাখা হয়েছে একটি ‘ড্রপ বক্স’৷ যার নাম ‘বঞ্চনা ভাণ্ডার’৷
রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে যে, আজ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতার সমাবেশে আসা ‘বঞ্চিত’ মানুষজন কেন্দ্রের কোন কোন প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন, সেই অভিযোগ পত্র ড্রপ বক্সে জমা দিতে পারবেন। সেই অভিযোগ পত্রগুলিকে হাতিয়ার করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ‘বঞ্চনা’ ইস্যুতে চিঠি পাঠাবে বঙ্গ বিজেপি৷ তেমনটাই প্রাথমিক পরিকল্পনা তাদের৷
advertisement
advertisement
আরও পড়ুন: ‘কেন্দ্রের কাছে ৭০০০ কোটি টাকা পায় রাজ্য’! বঙ্গ সফরের আগে অমিত শাহকে খোলা চিঠি তৃণমূলের, জোরাল আক্রমণ
আজ সভাস্থলের আশেপাশে দেখা মিলল এমন একাধিক ড্রপ বক্সের। ধর্মতলার সমাবেশে বিভিন্ন জেলা থেকে আসা মানুষজনকে দেখা গেল নির্দিষ্ট নথি সহ অভিযোগ পত্র পূরণ করে ড্রপবক্সে তাদের অভিযোগ জমা দিতে। বঙ্গ পদ্ম শিবির বারবারই অভিযোগের সুরে বলে, ‘তৃণমূল ঘনিষ্ঠ হলে কিংবা কাটমানির দিলেই তবে কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ দেওয়া হয়েছে। যোগ্যদের বাদ দিয়ে অযোগ্য উপভোক্তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ দেওয়ার ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি করেছে তৃণমূল কংগ্রেসের নেতা- মন্ত্রীরা।’
advertisement
কেন্দ্রের কোটি কোটি টাকা লুট করেছে বলেও অভিযোগে সুর চড়ায় গেরুয়া ব্রিগেড। আর এবার লোকসভা ভোটের আগে বাংলার ‘বঞ্চিত’দের হাতিয়ার করে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ‘কলকাতা চলো’ কর্মসূচি৷ ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে লোকসভা ভোটের আগে শাহী সমাবেশের মাধ্যমে আসলে বঙ্গ পদ্ম শিবির বাংলার প্রান্তিক মানুষদের মন পেতে চাইছে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। পাশাপাশি, ‘ড্রপ বক্স’ এর মাধ্যমে সংগৃহীত বিভিন্ন অভিযোগ পত্র প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর উদ্যোগে জনসংযোগ কৌশল পদ্ম শিবিরের বলে মনে করছে রাজনৈতিক মহল।
advertisement
আরও পড়ুন: আজ কলকাতায় অমিত শাহ! সকাল থেকেই শহরমুখী বিজেপিকর্মীরা, এড়িয়ে চলবেন কোন কোন রাস্তা?
রাজ্য বিজেপির পক্ষ থেকে আজকের শাহী সমাবেশকে সামনে রেখে অনেক দিন ধরেই জোর প্রস্তুতি শুরু করেছে গেরুয়া শিবির। যেখানে ড্রপ বক্সের কথাও আনা হয়েছিল প্রচারে। বছর ঘুরলেই চব্বিশে দিল্লির মসনদ দখলের লড়াই। তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে কলকাতার মেগা রাজনৈতিক কর্মসূচি উপলক্ষ্যে জেলায় জেলায় নানাভাবে প্রচার ও সভা, পদযাত্রা তো হয়েইছিল।
বাংলা খবর/ খবর/কলকাতা/
BJP | Narendra Modi: এই চিঠি-ই হাতিয়ার! ধর্মতলায় মঞ্চের সামনে একাধিক ‘বঞ্চনা ভাণ্ডার’, ঠিক কী প্ল্যান বঙ্গ বিজেপির?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement