TRENDING:

Mamata in Madrid: পিয়ানো বাজালেন মমতা! বাণিজ্য বৈঠকের মাঝেই স্পেনে এবার রবীন্দ্র সঙ্গীতের সুর, রইল সেই ভিডিও

Last Updated:

Mamata Banerjee in Madrid : মর্নিং ওয়াকের পাশাপাশি, শাড়ি পরে মাদ্রিদের রাস্তায় জগিংও করতে দেখা গিয়েছিল তাঁকে৷ এদিন মমতার সঙ্গ দিয়েছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। শুধু তাই নয়, এদিন মাদ্রিদের রাস্তায় স্থানীয় এক সঙ্গীতশিল্পীকে দেখে দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী। তারপর সেই শিল্পীর হাতে থাকা অ্যাকোর্ডিয়ন বাদ্যযন্ত্রেও টুংটাং আঙুল ছোঁয়ান৷ সুর তোলেন ‘হাম হোঙ্গে কামিয়াবে’র৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বৃহস্পতিবার সকালে তাঁকে দেখা গিয়েছিল মাদ্রিদের রাস্তায় স্থানীয় শিল্পীর হাতে থাকা অ্যাকোর্ডিয়ন বাদ্যযন্ত্রে ‘আমরা করব জয়ে’র সুর তুলতে৷ আর সন্ধেবেলা বাণিজ্যিক বৈঠক, আলোচনার ফাঁকেও মমতা বন্দ্যোপাধ্যায় ধরা দিলেন ফের অন্য মেজাজে৷ এবার তাঁকে দেখা গেল পিয়ানোয় রবীন্দ্র সঙ্গীতের সুর তুলতে৷ স্পেনীয় শিল্পীর পাশে দাঁড়িয়েই পিয়ানোয় মমতা বাজালেন, ‘ফুলে ফুলে ঢলে ঢলে’র সুর৷
advertisement

ভিডিয়োয় দেখা গিয়েছে, মমতার পরেন নীল পাড় সাদা শাড়ি৷ গলায় জড়ানো ক্রিম রঙের চাদর৷ শিল্পীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েই ক্রিম রঙের একটি পিয়ানোয় সুর তুলছেন মমতা৷  স্পেনের ফুটবল সংস্থা লা লিগার সঙ্গে মউ স্বাক্ষরের পরেই এইরকম হাল্কা মেজাজে দেখা গিয়েছে তৃণমূলনেত্রীকে৷

বৃহস্পতিবার সামনে এসেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন যাপনের প্রথম ভিডিও৷ সেখানে দেখা গিয়েছিল, একটি জলাশয়ের ধার ধরে হাঁটছেন তিনি৷ পরনে সেই নীল পাড় সাদা শাড়ি, গায়ে জড়ানো ক্রিম রঙের শাল, পায়ে হাওয়াই চটি৷ নিয়ম মেনেই মাদ্রিদের রাস্তাতেও মমতা নেমে পড়েছিলেন মর্নিং ওয়াকে৷

advertisement

মর্নিং ওয়াকের পাশাপাশি, শাড়ি পরে মাদ্রিদের রাস্তায় জগিংও করতে দেখা গিয়েছিল তাঁকে৷ এদিন মমতার সঙ্গ দিয়েছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। শুধু তাই নয়, এদিন মাদ্রিদের রাস্তায় স্থানীয় এক সঙ্গীতশিল্পীকে দেখে দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী। তারপর সেই শিল্পীর হাতে থাকা অ্যাকোর্ডিয়ন বাদ্যযন্ত্রেও টুংটাং আঙুল ছোঁয়ান৷ সুর তোলেন ‘হাম হোঙ্গে কামিয়াবে’র৷

advertisement

আরও পড়ুন: পায়ে হাওয়াই চটি, পরনে নীল পাড় সাদা শাড়ি! মাদ্রিদের রাস্তায় মর্নিং ওয়াকে মমতা

আরও পড়ুন: পিয়ানোয় বাজালেন ‘ফুলে ফুলে ঢলে ঢলে’, স্পেনে এবার রবীন্দ্র সঙ্গীতের সুর তুললেন মমতা!

বৃহস্পতিবার মাদ্রিদে বহুজাতিক গোষ্ঠীর সঙ্গে শিল্প ও লগ্নির বৈঠক অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের পরেই ট্যুইটবার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

advertisement

ট্যুইটে মুখ্যমন্ত্রী জানালেন, “স্পেনের অন্যতম বড় টেক্সটাইল সংস্থা Tempe Grupo Inditex (Zara) এ রাজ্যে বিনিয়োগে উৎসাহী। চলতি বছরে বড়দিনের আগেই এই সংস্থা উৎপাদন শুরু করতে পারে। Tempe এবং এর সহযোগী সংস্থাগুলির জন্য খুব ভাল জায়গায় ১০০ একরের জমি তুলে দেওয়া হতে পারে। সেই বিষয়েও প্রাথমিক আলোচনা হয়েছে। এই উদ্যোগ পশ্চিমবঙ্গের জন্য আরও ভাল দিক উন্মোচন করার ইঙ্গিত দেয়।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

অন্যদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় লা লিগার মহাকর্তা হাভিয়ার তেভেজের সঙ্গে বৈঠক করেন মমতা। বৈঠকে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়-ও। এই বৈঠক করতেই সৌরভ এসেছেন লন্ডন থেকে। এর পাশাপাশি কলকাতার দুই শীর্ষ ক্লাবের কর্তাও এই বৈঠকে ছিলেন সম্ভবত, এমনটাই সূত্রের খবর।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata in Madrid: পিয়ানো বাজালেন মমতা! বাণিজ্য বৈঠকের মাঝেই স্পেনে এবার রবীন্দ্র সঙ্গীতের সুর, রইল সেই ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল