পিয়ানোয় বাজালেন ‘ফুলে ফুলে ঢলে ঢলে’, স্পেনে এবার রবীন্দ্র সঙ্গীতের সুর তুললেন মমতা! গতকাল মাদ্রিদের রাস্তায় স্থানীয় এক সঙ্গীতশিল্পীকে দেখে দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী। তারপর সেই শিল্পীর হাতে থাকা অ্যাকোর্ডিয়ন বাদ্যযন্ত্রেও টুংটাং আঙুল ছোঁয়ান৷ সুর তোলেন ‘হাম হোঙ্গে কামিয়াবে’র৷
Last Updated: Sep 15, 2023, 11:30 IST


