TRENDING:

কলকাতা পুজোর থিম সং লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন শ্রেয়া, ভিডিওয় নুসরত-পরমব্রত

Last Updated:

এই নিয়ে পাঁচবার। সুরুচি সংঘের পুজোর থিম সং লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে গান গাইলেন শ্রেয়া ঘোষাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: উৎসবের আমন্ত্রণ। সুরে ভাসছে সুরুচি সংঘ। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গানে জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে 66 বছরের পুজো জুড়ে শ্রেয়া ঘোষালের সুরেলা জাদু। দেবীপক্ষের শুরুতে পুজোর থিম সং প্রকাশ করল দক্ষিণ কলকাতার ক্রাউড-পুলার। রিলিজ করা হল ভিডিও।
advertisement

এই নিয়ে পাঁচবার। সুরুচি সংঘের পুজোর থিম সং লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে গান গাইলেন শ্রেয়া ঘোষাল। পুজোর থিম সঙের সঙ্গেই রিলিজ হল ভিডিও। অভিনয়ে নুসরত, পরমব্রত। শনিবারের অনুষ্ঠানে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

উৎসব পরম্পরার। উৎসব মেলবন্ধনের। এ আনন্দযাপনে সকলের নিমন্ত্রণ। গানে গানে মুখ্যমন্ত্রীর এই বার্তাই সুর ছড়াচ্ছে সুরুচি সংঘে। দেবীপক্ষের শুরুতেই ঢাকের বোলে , নাচে-গানে জমে উঠল সুরুচির নাটমন্দির।

advertisement

দুর্গা এবার একচালা সনাতনী। মণ্ডপ জুড়ে এক লক্ষ তিরিশ হাজার তারের জালের তৈরি মেঘের চাঁদোয়া। জরাজীর্ণ বনেদি বাড়ি, কুঁড়েঘর, অট্টালিকা মিলমিশে সুরুচি সংঘে সকলের নিমন্ত্রণ।

বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতা পুজোর থিম সং লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন শ্রেয়া, ভিডিওয় নুসরত-পরমব্রত